দুবাই: চলতি আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের খারাপ সময় অব্যাহত। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরে গেল কে এল রাহুলের দল। আজ সানরাইজার্স হায়দরাবাদের কাছে পঞ্জাব হারল ৬৯ রানে। হায়দরাবাদের ৬ উইকেটে ২০১ রানের জবাবে ১৬.৫ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে গেল পঞ্জাব। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে উঠে এল হায়দরাবাদ। পঞ্জাব সবার নীচেই থাকল।


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি নিজে করেন ৫২ রান। অপর ওপেনার জনি বেয়ারস্টো ৫৫ বলে ৯৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও ৬টি ছক্কা। ওপেনিং জুটিতে যোগ হয় ১৬০ রান। কেন উইলিয়ামসন ২০ রান করে অপরাজিত থাকেন। পঞ্জাবের হয়ে রবি বিষ্ণোই তিনটি এবং আর্শদীপ সিংহ জোড়া উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পঞ্জাব। দলের দুই প্রধান ব্যাটসম্যান অধিনায়ক কে এল রাহুল ১১ এবং অপর ওপেনার ময়ঙ্ক অগ্রবাল ৯ রান করেন। লড়াই করেন একমাত্র নিকোলাস পুরান। তিনি ৩৭ বলে ৭৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও সাতটি ছক্কা। এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।

হায়দরাবাদের হয়ে রশিদ খান ৪ ওভারে একটি মেডেন সহ ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। খলিল আহমেদ ও টি নটরাজন দু’টি করে উইকেট নেন। একটি উইকেট নেন অভিষেক শর্মা।

পঞ্জাবের পরের ম্যাচ শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। রবিবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ।