কলকাতা: ট্রেন্ট বোল্টের (Trent Boult) প্রথম ওভারের দ্বিতীয় বলে যখন স্যুইংয়ে পরাস্ত হয়ে শূন্য রানে কট বিহাইন্ড হয়ে ফিরছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), গোটা গ্যালারিতে যেন শোকের ছায়া। ঘরের মাঠে জবাব দেওয়ার মঞ্চে জ্বলে উঠবেন বঙ্গ তারকা, অনেকেই সেটা মনে করেছিলেন। পারলেন না ঋদ্ধিমান।
রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৮৮/৬ তাড়া করতে নেমে শেষ ওভারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দরকার ছিল ১৬ রান। বল ছিল প্রসিদ্ধ কৃষ্ণর হাতে। যিনি তার আগে পর্যন্ত ৩ ওভারে মাত্র ২২ রান খরচ করেছিলেন। গুজরাত শিবিরে সকলের চোখেমুখে উৎকণ্ঠা।
পরের তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচের রং পাল্টে দিলেন ডেভিড মিলার। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্ব যাঁকে চেনে কিলার মিলার নামে। তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল গুজরাত। ৭ উইকেটে ম্যাচ জিতে হার্দিক পাণ্ড্যরা পৌঁছে গেলেন আইপিএল ফাইনালে। ঘরের মাঠে ট্রফি জয়ের সুযোগ হার্দিকদের সামনে। কারণ, ২৯ মে আইপিএলের ফাইনাল আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে।
মিলার ৩৮ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। ইডেনে কার্লোস ব্র্যাথওয়েটের স্মৃতি ফেরালেন দক্ষিণ আফ্রিকার তারকা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেনে বেন স্টোকসকে শেষ ওভারে পরপর চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ব্র্যাথওয়েট। শেষ ওভারে তিনটি ছক্কা মেরে গুজরাতকে ফাইনালে তুললেন মিলার। যিনি গত আইপিএলেও খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। হার্দিক ২৭ বলে ৪০ রানে অপরাজিত রইলেন। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ৬১ বলে ১০৬ রান যোগ করলেন মিলার ও হার্দিক।
ইডেনে (Eden Gardens) গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান তুলেছিল ১৮৮/৬। ম্যাচ জিততে হলে হার্দিক পাণ্ড্যদের তুলতে হতো ১৮৯ রান। রাজস্থানের ইনিংসকে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন জস বাটলার। চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন ইংরেজ তারকা। অরেঞ্জ ক্যাপের দৌড়ে সকলের আগে। মঙ্গলবার ৫৬ বলে ৮৯ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও জোড়া ছক্কা।
যদিও শেষ পর্যন্ত মিলার-ঝড়ে ব্যর্থ বাটলার শো। ফাইনালে ওঠার জন্য এখন কোয়ালিফায়ার টু-র ওপর নির্ভর করতে হবে সঞ্জু স্যামসনদের।
আরও পড়ুন: বিরাট-ঝড়ের পূর্বাভাস, নেটে স্পিনারকে স্টেপ আউট করে ছক্কাও মারলেন কোহলি