গুয়াহাটি: আশঙ্কাই সত্যি হল। বর্ষাপাড়ায় প্রবল বর্ষণে এক বলও খেলা সম্ভব হল না। ভেস্তে গেল ম্যাচ রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের (RR vs KKR) ম্যাচ। এর ফলে আইপিএলের (IPL 2024) লিগ তালিকায় তৃতীয় স্থানেই শেষ করল রাজস্থান। প্লে-অফে (IPL Playoffs 2024) তাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এলিমিনেটর খেলতে হবে। অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে কোয়ালিফায়ারে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।  


বৃষ্টির জন্য গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের গত ম্যাচ ভেস্তে গিয়েছিল। তার ফলে এক পয়েন্ট আগেই শীর্ষে থাকা সুনিশ্চিত করে ফেলেছিল নাইট শিবির। কিন্তু কোয়ালিফায়ারে মাঠে নামার আগে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচকে কোয়ালিফায়ারের প্রস্তুতি ম্যাচ হিসাবেই দেখছিল নাইট শিবির। তবে ম্যাচে এক বলও গড়াল না। বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর অবশেষে প্রায় ঘণ্টা তিনেক পর টস হয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ঠিক হয় সাত ওভার করে দুই দল ব্যাট করবে। তবে খেলা শুরুর আগেই ফের ঝেপে বৃষ্টি নামে। অগত্যা খেলা বাতিলই করতে হয়।   


 






চলতি আইপিএলের সবথেকে ধারাবাহিক দল কোনগুলি? সপ্তাহ দু'য়েক আগেও প্রশ্নটা করলে সকলের মুখে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) নামই আসত। লিগ তালিকায় তাকালে এখনও এই দুই দলই এক ও দুই নম্বরে রয়েছে। রবিবারে ম্যাচ ডে শুরুর আগেও লিগ তালিকায় এই দুই দলই প্রথম দুই স্থানে ছিল। তবে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে যাওয়ায় সঞ্জু স্যামসনদের (Sanju Samson) প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করতে কেকেআরকে হারাতেই হত। কিন্তু বৃষ্টির জেরে তা সম্ভব হল না। ফলে তৃতীয় স্থানে থেকেই প্লে-অফে নামবে রাজস্থান। তবে নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি রাজস্থান। ফলে সবথেকে আউট অফফর্ম দল হিসাবেই তাঁরা প্লে-অফের লড়াইয়ে নামবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: জায়গা হয়নি ভারতের বিশ্বকাপ দলে, তবে এই তরুণ তুর্কিকে বল করতে ভীত প্যাট কামিন্সও!