দুবাই: ত্রয়োদশ আইপিএলে আজ, বৃহস্পতিবার মুখোমুখি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। কেমন হতে পারে আজ দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।
পয়েন্ট টেবিলে ৬ ও ৭ নম্বরে রয়েছে রাজস্থান ও হায়দরাবাদ। প্রথম পর্বের সাক্ষাতে হায়দরাবাদকে হারিয়েছিল রাজস্থান। রাহুল তেওয়াটিয়া ও রিয়ান পরাগ জুটি হারের মুখ থেকে দলকে জিতিয়ে দিয়েছিল। এই ম্যাচে হায়দরাবাদ শিবিরকে উদ্বেগে রাখবে কেন উইলিয়ামসনের চোট। আগের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন কিউয়ি তারকা। তিনি সেরে না উঠলে আজ সুযোগ পেতে পারেন মহম্মদ নবি, জেসন হোল্ডার ও ফেবিয়ান অ্যালেনের মধ্যে যে কোনও একজন।
রাজস্থান রয়্যালস
বেন স্টোকস
জশ বাটলার
রবিন উথাপ্পা
সঞ্জু স্যামসন
স্টিভ স্মিথ (অধিনায়ক)
রিয়ান পরাগ
রাহুল তেওয়াটিয়া
জোফ্রা আর্চার
শ্রেয়স গোপাল
অঙ্কিত রাজপুত/জয়দেব উনাদকট
কার্তিক ত্যাগী
সানরাইজার্স হায়দরাবাদ
জনি বেয়ারস্টো
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)
মণীশ পাণ্ডে
কেন উইলিয়ামসন
প্রিয়ম গর্গ
বিজয় শঙ্কর
আব্দুল সামাদ
রশিদ খান
সন্দীপ শর্মা
খলিল আমেদ/বাসিল থাম্পি
টি নটরাজন
RR vs SRH, Dream11 Prediction: আজ খেলবেন উইলিয়ামসন? স্মিথের বাজি কে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2020 06:33 PM (IST)
পয়েন্ট টেবিলে ৬ ও ৭ নম্বরে রয়েছে রাজস্থান ও হায়দরাবাদ। প্রথম পর্বের সাক্ষাতে হায়দরাবাদকে হারিয়েছিল রাজস্থান।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -