দুবাই: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কাঁধের চোটের জন্য এই ম্যাচে খেলতে পারছেন না কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে হায়দরাবাদ খেলাচ্ছে জেসন হোল্ডারকে। বাসিল থাম্পির পরিবর্তে খেলানো হচ্ছে শাহবাজ নাদিমকে। অন্যদিকে, আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেনি রাজস্থান রয়্যালস।
টসের পর ওয়ার্নার বলেন, ‘কোয়াড মাসলে চোট রয়েছে উইলিয়ামসনের। ও খেলতে পারছে না যেটা দুর্ভাগ্যজনক।’ স্টিভ স্মিথ বলেন, ‘আমরা শুরুতে ব্যাট করে নিতেই চেয়েছিলাম। প্লে অফে যেতে গেলে সঠিক সময় ছন্দে ফিরতে হয়। আশা করছি আমরা সঠিক দিকেই এগোচ্ছি।’
রাজস্থান রয়্যালস: বেন স্টোকস, জশ বাটলার, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ (অধিনায়ক), রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, অঙ্কিত রাজপুত ও কার্তিক ত্যাগী।
সানরাইজার্স হায়দরাবাদ: জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মণীশ পাণ্ডে, জেসন হোল্ডার, প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, আব্দুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা টি নটরাজন।
RR vs SRH, Toss Update: টস জিতে ফিল্ডিং হায়দরাবাদের, আহত উইলিয়ামসনের পরিবর্তে খেলছেন হোল্ডার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2020 07:24 PM (IST)
বাসিল থাম্পির পরিবর্তে খেলানো হচ্ছে শাহবাজ নাদিমকে। অন্যদিকে, আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেনি রাজস্থান রয়্যালস।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -