চেন্নাই: শুরুতেই চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) অর্ধশতরানের পার্টনারশিপের পর শিবম দুবের (Shivam Dube) দুরন্ত অর্ধশতরান। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করে বোর্ডে ছয় উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলল চেন্নাই সুপার কিংস। গুজরাত টাইটান্সের হয়ে রশিদ খান (Rashid Khan) দুই উইকেট নিলেও, ৪৯ রান খরচ করেন।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সিএসকে। ম্যাচের প্রথম ওভারেই রুতুরাজ গায়কোয়াড় ক্যাচ তুলেছিলেন, তবে স্লিপে দাঁড়ানো সাই কিশোর তা ধরতে পারেননি। এরপরেই ব্য়াট হাতে রাচিন রবীন্দ্রর দাপট শুরু হয়। রাচিন যেখানে আগ্রাসনের পথ বেছে নেন, সেখানে তাঁকে যোগ্য সঙ্গ দেন রুতুরাজ। দুই ওপেনার অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন। রচিনের বিধ্বংসী ব্যাটিং রুখতে গুজরাত অধিনায়ক শুভমন গিল তুরুপের তাস রশিদ খানকে বলে আনেন। প্রথম বলে রশিদকে চার মারলেও, পরের বলেই আউট হন রাচিন। ছয় চার ও তিন ছক্কায় সাজানো রাচিনের ২০ বলে ৪৬ রানের ইনিংস শেষ হয়।
তিনে ব্যাটে নামা অজিঙ্ক রাহানেকে একেবারেই ছন্দে দেখায়নি। তিনি ১২ বলে ১২ রানে সাই কিশোরের শিকার হন। রুতুরাজ গায়কোয়াড় রাচিন আউট হওয়ার সিএসকের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে তিনিও স্পেনসার জনসনের বলে নিজের অর্ধশতরানের দোরগোড়ায় ৪৬ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে রুতুরাজ আউট হলেও সিএসকের রানের গতি কমেনি। একদিকে শিবম দুবের মারকাটারি ব্যাটিং এবং অন্যদিকে ডারিল মিচেলের পরিপক্ক ইনিংস হলুদ বিগ্রেডকে তড়তড়িয়ে এগিয়ে নিয়ে যায়। মাত্র ২২ বলে অর্ধশতরান পূরণ করেন দুবে।
এক্ষেত্রে দুবে ঝড় থামাতে ফের একবার রশিদ খানের দিকেই বল ছুঁড়ে দেন শুভমন গিল। এবারেও রশিদ হতাশ করেননি। ৫১ রানে দুবেকে আউট করেন আফগান তারকা। তবে ঠিক পরের বলেই রশিদকে ছক্কা হাঁকিয়ে নিজের আইপিএল কেরিয়ার শুরু করেন সমীর রিজ়ভি। শেষমেশ ২০৬ রানে বোর্ডে তোলে সিএসকে। মিচেল ২৪ রানে অপরাজিত থাকেন। রিজ়ভির সংগ্রহ ১৪। চার মেরে ইনিংস শুরু করলেও, রবীন্দ্র জাডেজা সাত রানের বেশি করতে পারেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'সোশ্যাল মিডিয়া খুলতে মানা করা হয়েছিল', যশ দয়ালের মনে পাঁচ ছক্কার খাওয়ার ক্ষত এখনও দগদগে