কলকাতা: বুধবার, ১ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচে সিএসকেকে সাত উইকেটে হেলায় হারায় পাঞ্জাব। তবে এই ম্যাচেই ইতিহাস গড়ে ফেললেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। প্রথম সিএসকে অধিনায়ক হিসাবে আইপিএলের এক মরশুমে ৫০০ রানের গণ্ডি পার করলেন তিনি। আর এই কৃতিত্বের পাশাপাশি বিরাট কোহলির (Virat Kohli) মাথা থেকে অরেঞ্জ ক্যাপও (IPL 2024 Orange Cap) ছিনিয়ে নিলেন রুতুরাজ।


ভারেতর বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর। তবে চলতি আইপিএলে কিন্তু দুরন্ত ফর্মে রয়েছেন রুতুরাজ। নেতৃত্বের দায়ভার যে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে কোনওরকম প্রভাব ফেলেনি, তা পরিসংখ্য়ানই স্পষ্ট করে দেয়। রুতুরাজ ১০ ইনিংসে ৬৩.৬৩ গড়ে ৫০৯ রান করে ফেলেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৪৬.৬৮। সিএসকে অধিনায়ক একটি শতরান হাঁকানোর পাশাপাশি চারটি অর্ধশতরান করেছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে যেখানে সিংহভাগ সিএসকে ব্যাটার ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে চাপে পড়ছিলেন, সেখানে পিচে সময় কাটিয়ে, পিচের চরিত্র বুঝে পরিপক্ক এক ইনিংস খেলেন রুতু। ৪৮ বলে করেন ৬২ রান। এই ইনিংসই তাঁকে বিরাট কোহলিকে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পিছনে ফেলতে সাহায্য করে। 


কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। একই ভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। তাঁর সাফল্যের স্বীকৃতি হিসাবে।


রুতুরাজ অবশ্য অরেঞ্জ ক্যাপের নতুন মালিক হলেও, কোহলি কিন্তু খুব বেশি পিছনে নেই। রুতুর থেকে মাত্র নয় রান কম রেয়েছে তাঁর ঝুলিতে। গড় ৭১.৪৩, স্ট্রাইক রেট ১৪৭.৪৯। তাই অরেঞ্জ ক্যাপের দৌড় যে একেবারে জমে উঠেছে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় প্রথম দশে দুই কেকেআর তারকাও রয়েছেন। নয় ম্যাচে ৩৯২ রান করে আপাতত ছয়ে রয়েছেন ফিল সল্ট। আর তাঁর ওপেনিং পার্টনার সুনীল নারাইন ৩৭২ রান করে তালিকায় আপাতত আট নম্বরে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নাইট শিবিরে বড় ধাক্কা, চলতি মরশুমে দলের সর্বোচ্চ রানসংগ্রাহককে প্লে-অফে পাবে না কেকেআর