নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই আইপিএলের দলবদলের বাজার নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। দীর্ঘদিন ধরেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ছাড়ার জল্পনা শোনা যাচ্ছে। দলের সঙ্গে না না বিষয়ে তাঁর মতবিরোধের খবর সামনে আসছে। এরই মাঝে শোনা যাচ্ছে তিনি নাকি রয়্যালস ম্যানেজমেন্টকে সরকারিভাবে দল ছাড়ার অনুরোধও করেছেন। ট্রেডিংয়ের মাধ্যমে স্যামসন আসন্ন মরশুমের আগে নতুন দলে যোগ দিতে পারেন বলে খবর।
খবর অনুযায়ী স্যামসনের ট্রেডের জন্য রাজস্থান একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে। রয়্যালসের কর্ণধার মনোজ বাদালে নিজে এই বিষয়টি দেখছেন। তিনি নাকি স্যামসনকে ট্রেড করার বদলে বিভিন্ন দলের থেকে নির্দিষ্ট খেলোয়াড় চেয়েছেন। যে দলের সঙ্গে সবথেকে বেশি করে স্যামসনের নাম জড়াচ্ছে, সেটা হল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সিএসকেতে স্যামসনের যোগ দেওয়ার সবথেকে বেশি কানাঘুষো শোনা যাচ্ছিল তবে তা এখন কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে।
Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী স্যামসনের পরিবর্তে সিএসকের তিন তারকার মধ্যে একজনকে দলে চায় রাজস্থান কর্তৃপক্ষ। কারা তাঁরা? শোনা যাচ্ছে দলের অধিনায়ক স্যামসনের পরিবর্তে হলুদ ব্রিগেডের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে দলে চায় রয়্যালস। এছাড়াও প্রাক্তন রয়্যালস রবীন্দ্র জাডেজাও রয়েছেন সেই তালিকায়। এমনকী সিএসকে অলরাউন্ডার শিবম দুবের নামও কোনও কোনও মহল থেকে উঠে আসছে। তবে সিএসকে এই তারকা ত্রয়ীর কোনও ক্রিকেটারকে ছাড়তে নারাজ সিএসকে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, তারা স্যামসনকে ট্রেড করে আনার পরিবর্তে কোনও ক্রিকেটারকেই ছাড়তে নারাজ। সেই কারণেই স্যামসনের হলুদ ব্রিগেডে যোগ দেওয়াটা আপাতত বেশ মুশকিল বলেই মনে হচ্ছে।
শেষমেশ রয়্যালস কর্তৃপক্ষ ট্রেডিংয়ের জন্য কোনও চুক্তি উপযুক্ত মনে না করলে তখন কী হবে? সেক্ষেত্রে স্যামসনের কাছে আর তেমন কোনও বিকল্পই থাকবে না। তাঁকে আবারও রাজস্থানের হয়েই খেলতে নামতে হতে পারে। স্যামসন এক্ষেত্রে অনুরোধ ছাড়া আর কোনওকিছুই কিন্তু সরকারিভাবে করতে পারেন না।
প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল স্যামসন দলে নিজের ব্যাটিং পজিশন নিয়ে ক্ষুব্ধ। তিনি জাতীয় দলসহ রাজস্থান রয়্যালসের হয়েও ওপেন করতেন। তবে গত মরশুমে স্যামসনের অনুপস্থিতিতে তরুণ বৈভব সূর্যবংশীকে ওপেন করার সুযোগ দেওয়া হয় এবং তরুণ তুর্কি সেই সুযোগ দুই হাতে লুফে নেয়। সেই কারণেই স্যামসন দলে ফিরলেও তাঁকে নিজের পছন্দের ওপেনিং পজিশন ছেড়ে দিতে হয়। এই কারণেই স্যামসন অসন্তুষ্ট বলে শোনা যাচ্ছিল। তবে এখন নতুন রিপোর্ট অনুযায়ী শুধু এই কারণে নয়, স্যামসন রয়্যালস ম্যানেজমেন্ট জস বাটলারকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তেও ভীষণই ক্ষুব্ধ। এইসব না না কারণেই স্যামসন দল ছাড়তে আগ্রহী বলে শোনা যাচ্ছে।