কলকাতা: রবিবাসরীয় দুপুরে ইডেন গার্ডেন্সে নিজেদের পারফরম্যান্সে উত্তাপ বাড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটাররা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৬ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতেছে কেকেআর (KKR vs LSG)। দলের এই দুরন্ত জয়ের সাক্ষী ছিলেন শাহরুখ খানও (Shah Rukh Khan)। ক্রিকেটের নন্দন কাননে তাঁর দল তো ম্যাচ জিতলই, নিজের আচরণে মন জিতলেন শাহরুখও। 


২০০৮ সালে শাহরুখ খান জুহি চাওলা এবং জয় মেহতার সঙ্গে যুগ্মভাবে কেকেআর ফ্র্যাঞ্চাইজি কেনেন। ১৭ মরশুমে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে নাইট শিবির। তবে শাহরুখ বরাবরই দলের পাশে থেকেছেন। মাঠে গ্যালারি থেকে গলা ফাটিয়েছেন, কখন খেলোয়াড়দের হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁদের কাঁধে হাত রেখেছেন। আবার দারুণ পারফরম্যান্সের পর পিঠও চাপড়ে দিয়েছেন। রবিবার ইডেনে শাহরুখের কর্মকাণ্ডে হাতেনাতে ফ্র্যাঞ্চাইজির প্রতি আরও একবার তাঁর ভালবাসার ছবি ধরা পড়ল বলে মনে করছেন নেটিজেনরা।


গোটা ম্যাচ জুড়েই গ্যালারি থেকে দলের হয়ে গলা ফাটিয়েছেন শাহরুখ। তবে ম্যাচের ফাঁকে তাঁকে মাটিতে পড়ে থাকা কেকেআর ফ্ল্যাগ সযত্নে কুড়িয়ে নিতে দেখা গিয়েছে। একবার নয় বারংবার। শাহরুখের এই আচরণই সকলের মনে ধরেছে।


 






শাহরুখ খানকে এদিন ম্যাচ শেষে খোশমেজাজে দলের ক্রিকেটার, কোচদের সঙ্গে মাঠে গল্প করতে দেখা যায়। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও বেশ খানিকক্ষণ কথা বলেন শাহরুখ। বলিউডের বাদশাহ কী বললেন সুজনকে? ইডেন ছেড়ে বেরনোর সময় সুজন বললেন, 'পিচ নিয়ে ভীষণ খুশি শাহরুখ। আমাকে ধন্যবাদ জানাল। আমি বললাম, ভাল পিচ হয়েছে বলে খুশি তোমরা, খারাপ হলে তখন তো আবার নিন্দা করো। শাহরুখ তাতে মজা করে বলল, খারাপ তো হয়ই না। ছেলেরা পিচ নিয়ে বায়না করে। আপনি তো সব সময় দেন না।'


মরশুমের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে দল। লিগ তালিকায় রয়েছে দুই নম্বরে। দলের কর্ণধার শাহরুখও যে বেশ খুশি, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দাম নিয়ে বিদ্রুপের শিকার হচ্ছিলেন, বল হাতেই জবাব দিলেন, ইডেনে স্টার্কের পুনর্জন্ম