বেঙ্গালুরু: একদল ছয় ম্যাচে মাত্র একটি জিতেছে, লিগ তালিকায় সবার নীচে তারা। অপরদল শেষ চার ম্যাচের তিনটিতে জিতে দারুণ ফর্মে। সানরাইজার্স হায়দরাবাদ যেখানে চলতি আইপিএল (IPL 2024) মরশুমে জয়ের হ্যাটট্রিক করার উদ্দেশ্যে মাঠে নামবে, সেখানে ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লক্ষ্য় হবে চার ম্যাচ হারের পরে জয়ের সরণিতে ফেরা। দুই দলে কিন্তু তারকার কোনও কমতি নেই। তাই সাম্প্রতিক ফর্ম দেখে এই ম্যাচকে বিচার করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।


কাদের ম্যাচ


আইপিএলে সোমবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও সানরাইরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।


কোথায় খেলা


বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজকের ম্যাচ আয়োজিত হবে।


কখন শুরু


ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০-এ। তার আধ ঘণ্টা আগে, সন্ধ্যা ৭টায় হবে টস।


কোথায় দেখবেন


টিভিতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।


অনলাইন স্ট্রিমিং


যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, হাতের স্মার্টফোনে দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার, জিও সিনেমা মোবাইল অ্যাপে।


হেড-টু-হেড 


দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে সানরাইজার্স। ২৩ ম্যাচের মধ্যে ১২টি জিতেছে তারা। ১০ ম্যাচে জয় পেয়েছে আরসিবি। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। তবে চিন্নাস্বামীতে সানরাইজার্সের রেকর্ড সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে কিন্তু সবথেকে খারাপ। এই মাঠে আট ম্যাচে মাত্র দুইটিতে জয় পেয়েছে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। সেই ইতিহাস বদলে ফেলার লক্ষ্যেই কিন্তু সোমবার প্যাট কামিন্সরা মাঠে নামবেন। 


২২ গজের হাল হকিকত


এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ছোট মাঠ এবং পাটা পিচ সাধারণত ব্যাটারদের স্বর্গরাজ্য বলেই মনে করা হয়। তবে এবারের চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিং করাটা তুলনামূলক খানিকটা চ্যালেঞ্জিং হয়েছে। তার প্রধান কারণ পিচের চরিত্র। চিন্নাস্বামীর পিচে এ মরশুমে বল পরে আগের মতো তেমনভাবে ব্যাটে আসছে। ফলে কমেছে গড় রানও। ২০২১ সাল থেকে প্রথম ইনিংসে ১৯০.৮ গড়ে রান উঠত, সেখানে এ মরশুমে সেটা কমে ১৮০-তে দাঁড়িয়েছে। সেটাও অবশ্য অনেক মাঠের গড় রান থেকে অনেক বেশি। এক হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা কিন্তু তাই রয়েইছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দাম নিয়ে বিদ্রুপের শিকার হচ্ছিলেন, বল হাতেই জবাব দিলেন, ইডেনে স্টার্কের পুনর্জন্ম