নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের আসর। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের শীর্ষ থেকে প্লে-অফে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছে। এরই মাঝে বড় খবর। নাইট শিবিরে যোগ দিচ্ছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।


বাংলাদেশের মহাতারকা শাকিব আল হাসান নাইট শিবিরের সঙ্গে পরিচিত মুখ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই দফায় আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন শাকিব। জিতেছেন খেতাবও। এবার ফের একবার নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। তবে কলকাতা নয়, তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলসের (Los Angeles Knight Riders) হয়ে খেলবেন। আজই নাইট রাইডার্সের তরফে এক বিবৃতিতে এই খবর সকলের উদ্দেশে জানানো হয়।


৪ জুলাই থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মরশুমে নাইট রাইডার্সের দলে শাকিব আল হাসান তো যোগ দিলেনই, পাশাপাশি নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কার্যত সমার্থক হয়ে যাওয়া আরও দুইটি নাম আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনও দলে রয়েছেন। এছাড়া প্রথম মরশুমে নাইট শিবিরের হয়ে খেলা জেসন রয়, স্পেনসর জনসন, উন্মুক্ত চাঁদ, আলি খান, নীতীশ কুমার, সঈফ বাদার, শ্যাডলিদেরও রিটেন করেছে নাইট শিবির। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটার ডিরন ডেভিস, ম্যাথিউ ট্রম্প, কার্নে ড্রাই এবং আদিত্য গণেশকেও দলে ড্রাফট করিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।


এরই মাঝে জোর জল্পনা গৌতম গম্ভীরকে কোচের ভূমিকায় চাইছে বিসিসিআই। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে রয়েছেন গম্ভীর। একাধিক রিপোর্ট অনুযায়ী, কেকেআরের আইপিএল মরশুম শেষ হলেই গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করবে। বর্তমানে কেকেআর দলের সঙ্গেই রয়েছেন গম্ভীর। আইপিএলের ফাইনাল শেষ হবে ২৬ মে। ঠিক তার পরের দিনই ভারতীয় কোচের ভূমিকায় আবেদন করার শেষদিন। গম্ভীর আদৌ ভারতের কোচ হতে আগ্রহী কি না, সেই নিয়ে কিছু জানানো হয়নি। তবে তিনিই বিসিসিআইয়ের প্রথম পছন্দ বলে জোর জল্পনা।


বর্তমানে ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। জুন পর্যন্ত বিশ্বকাপের শেষ অবধি তাঁর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে মেয়াদ রয়েছে। দ্রাবিড় পুনরায় হেড কোচ হতে হলে তিনি আবেদনপত্র জমা দিতেই পারেন বলে বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন। তবে দ্রাবিড় নিজে আর কোচিং চালিয়ে যেতে আগ্রহী নন বলেই খবর। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পছন্দ ক্রিকেট! ইতিমধ্যেই ব্যাট ঘোরানো শুরু করে দিয়েছেন বিরুষ্কা কন্যা, জানালেন কোহলি নিজেই