মুম্বই: আর মাত্র দুদিন বাদেই আইপিএলের নিলাম পর্ব রয়েছে। তার আগে পারথ টেস্টের প্রথম দিনের দিনই আইপিএলের নিলামের সময়সূচিতে পরিবর্তন করা হল। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদির জেদ্দায় আয়োজিত নিলাম পর্বের সময় পরিবর্তন করা হল পারথ টেস্টের কথা মাথায় রেখে। পারথে প্রথম টেস্টের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএল নিলামের অনুষ্ঠান পর্ব জিও সিনেমায় লাইভ দেখানো হবে। প্রথমে বিসিসিআইয়ের পক্ষ থেকে যে সময়ের কথা ঘোষণা করা হয়েছিল ,তাত জানানাে হয়েছিল যে ভারতীয় সময় বিকেল ৩ থেকে শুরু হবে নিলাম পর্ব। কিন্তু তা বদলে গেল। নতুন নিয়ম অনুযায়ী বিকেল ৩.৩০ থেকে শুরু হবে নিলাম পর্ব। অর্থাৎ ৩০ মিনিট পরে শুরু হবে নিলাম পর্ব। পারথে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট প্রতিদিন শুরু হওয়ার কথা ভারতীয় সময় সকাল ৭.৫০ এ। সেই মত প্রতিদিন ভারতীয় সময় দুপুর ২.৩০ নাগাদ শেষ হওয়ার কথা খেলা। তাই হাতে ১ ঘণ্টা সময় নেওয়া হয়েছে ব্রডকাস্টের আগে।
এদিকে ভারত অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই শুক্রবার এবার আইপিএলের সূচি ঘোষণা করে ফেলল বিসিসিআই (BCCI)। ২০২৫ সালের আইপিএল শুরু হতে চলেছে আগামী ১৪ মার্চ থেকে। টুর্নামেন্ট চলবে আগামী ২৫ মে পর্যন্ত। ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত খবর অনুযায়ী আইপিএলের ১৮ তম মরশুমের সূচি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির কথা মাথায় রেখেই। সূত্রের খবর, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। যা শেষ হওয়ার কথা ৯ মার্চ।
তবে শুধু ২০২৫ সালের আইপিএলের সূচিই নয়। ২০২৬ ও ২০২৭ সালের আইপিএলও কবে থেকে শুরু তাও জানিয়ে দিয়েছে বিসিসিআই। সূত্রের খবর অনুযায়ী ২০২৬ সালের আইপিএল ১৫ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। অন্যদিকে ২০২৭ মরশুমের আইপিএল ১৪ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে।
এবারের নিলামে যে ৫৭৪ জন ক্রিকেটারের উঠবেন, তার মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড।
আরও পড়ুন: বুমরাদের দাপটে তাসের ঘরের মত ভাঙল অস্ট্রেলিয়ান ব্য়াটিং, প্রথম দিনশেষে ৮৩ রানে এগিয়ে ভারত