কলকাতা: গত মরশুমে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে ২০২৪ সালের আইপিএলে (IPL 2024) ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর শ্রেয়স ফিরতেই অধিনায়কত্ব গেল নীতীশ রানার (Nitish Rana)। গত বছর রানা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। তবে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ফিট হতেই ফের একবার তাঁরহাতেই নেতৃত্বে ব্যাটন তুলে দেওয়া হল। আজই কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর শ্রেয়সকে আসন্ন মরশুমের জন্য দলের অধিনায়ক ঘোষণা করেন। শ্রেয়সের ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন রানা। 


কেকেআরের তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে মাইসোর জানান, 'চোটেরক কারণে শ্রেয়সের ২০২৩ সালের আইপিএল খেলতে না পারাটা খুবই দুর্ভাগ্যজনক ছিল। ও যে দলে ফিরছে এবং অধিনায়ক হিসাবে ফিরছে, সেটা ভেবে আমরা উচ্ছ্বসিত। ও যেভাবে চোট সারিয়ে ফিরেছে এবং যে ফর্ম দেখিয়েছে, তা ওঁর চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয়বাহক। ওঁর অনুপস্থিতিতে নীতীশ দলের হয়ে গত মরশুমে যেটা করেছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমরা নিশ্চিত যে ও সহ-অধিনায়ক হিসাবে শ্রেয়সকে সবসময় পাশে থাকবে, এবং তা দলের উন্নতিতে সাহায্যই করবে।'


 






নীতীশ তাঁর সহ-অধিনায়ক হবে, এটা ভেবে শ্রেয়স আইয়ারও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, 'আমার মনে হয় গত মরশুমে আমাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল। তার মধ্যে আমার অনুপস্থিতিও অন্যতম ছিল। সেইসময় নীতীশ দুর্দান্তভাবে দলকে সামলেছিল, দলকে নেতৃত্ব দিয়েছিল। কেকেআরের তরফে ওকে সহ-অধিনায়ক ঘোষণা করায় আমি উচ্ছ্বসিত। আমি নিশ্চিত ও দায়িত্ব পাওয়ায় আমাদের লিডারশিপ গ্রুপটা আরও মজবুত হবে।'


ফেভারিট গিল


গোটা বিশ্বে পরিসংখ্যানের বিচারে ফুটবলের পরেই জনপ্রিয়তম খেলা হল ক্রিকেট। তাই স্বাভাবিকভাবেই গোটা বিশ্বজুড়ে ক্রিকেটারদের খ্যাতি রয়েছে। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকররা তো গ্লোবাল আইকন। তবে তাঁদের পাশাপাশি আরেক তরুণ ক্রিকেটারের জনপ্রিয়তাও হু হু করে বাড়ছে। তিনি শুভমন গিল (Shubman Gill)। সচিন, বিরাটদের পিছনে ফেলে ২০২৩ সালে ভারতে গুগলে সবথেকে বেশি খোঁজা ক্রিকেটারদের তালিকায় একে গিল।


বিস্ময়কর বিষয় হল শুধু ভারতে নন, পাকিস্তানেও তালিকায় একে গিল। আবক কাণ্ড হল প্রথম ১০ জনের মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam) নেই। অথচ বাবর না থাকলেও, পাকিস্তানে সবথেকে খোঁজা ব্যক্তিত্বদের ১০ জনের মধ্যে কিন্তু পাঁচজনই ক্রিকেটার। এই তালিকায় হাসিবুল্লাহ খান, আব্দুল্লা শফিক এবং সদ শাকিল, তিনজন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন। গিল বাদে তালিকায় থাকা আরেকজন ক্রিকেটার হলেন অজ়ি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজ় নির্ণায়ক ম্যাচও কি ভাসবে বৃষ্টিতে?