জোহানেসবার্গ: ভারত (Indian Cricket Team) ও দক্ষিণ আফ্রিকা নিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের (IND vs SA 3rd ODI) শেষ ম্যাচ খেলতে আজ জোহানেসবার্গ নামবে দুই দল। আপাতত তিন ম্যাচের সিরিজ়ের ১-০ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আজই সিরিজ়ের শেষ ম্যাচে সিরিজ়ের ফয়সালা হবে। প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। তৃতীয় বিশ ওভারের ম্যাচেও কি ফের বিঘ্ন ঘটাবে বৃষ্টি?


ডারবানে আয়োজিত ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এক বলও খেলা সম্ভব হয়নি। হয়েছিল না টসও। গোটা ম্যাচই ভেসে যায় বৃষ্টিতে। এবেখায় দ্বিতীয় ম্যাচেও নামে বৃষ্টি। ভারতীয় দল প্রায় ২০ ওভার (১৯.৩) ব্যাট করলেও, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস ১৫ ওভারে কমিয়ে আনা হয়। বিশ্বকাপের দল বাছাইয়ের আগে বেশি সময়ও বাকি নেই। তাই এই সিরিজ়ে ভারতীয় ক্রিকেটারদের গেমটাইটা বেশি করে জরুরি।


তৃতীয় ম্যাচে কিন্ত দুই দলের সমর্থকদের জন্যই সুখবর থাকছে। এই ম্যাচে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ম্যাচের সময় তাপমাত্রাও বেশ মনোরমই থাকার কথা। পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে। তাই সম্পূর্ণ ম্যাচ দেখার আশা করতেই পারেন সমর্থকরা। এই মাঠেই ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব নিজেদের ঘরে তুলেছিল। তবে টিম ইন্ডিয়ার এই মাঠে রেকর্ড খুব যে আহামরি, তেমনটা নয়। এখনও পর্যন্ত ভারতীয় দল এই মাঠে ১০টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে এবং পাঁচটি ম্যাচে হেরেছে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার রেকর্ড কিন্তু ওয়ান্ডারার্সে খুবই ভাল।


 






এই মাঠে প্রোটিয়া বাহিনী নিজেদের ৬৫.৯৮ ম্যাচেই জয় পেয়েছে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ম্যাচও জিতে নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে জেতে, না ভারত জয় পেয়ে সিরিজ় সমতায় শেষ করে। এখন সেটাই দেখার বিষয়। প্রোটিয়াদের বিরুদ্ধে চ্যালেঞ্জের জন্য কিন্তু তিলক বর্মা বেশ উৎসাহী। দ্বিতীয় ম্যাচের জন্য ভেজা মাঠকে দায়ী করিছেলন তিলক। এই ম্যাচে কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা কম।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: প্রথম ১০-এ নেই বাবর, পাকিস্তানেও 'ফেভারিট' শুভমন গিল