কলকাতা: মঙ্গলবার আমদাবাদে আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH)। বেঙ্গল প্রো টি-২০ লিগের ক্রিকেটারদের ড্রাফটিং সম্পূর্ণ। খেলার দুনিয়ার সারাদিন।


পরীক্ষা গুরবাজ়ের


আইপিএলের (IPL 2024) প্রথম কোয়ালিফায়ারের আগে যত কাণ্ড ওপেনারদের নিয়ে।


মঙ্গলবার আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে দল জিতবে, সরাসরি পৌঁছে যাবে ফাইনালে।


আর সেই ম্যাচের আগে এক দলের সবচেয়ে বড় কাঁটা ভেঙে যাওয়া ওপেনিং জুটি। আর অন্য দলের সেরা অস্ত্রই হলেন ওপেনারেরা।


কোয়ালিফায়ার ওয়ানে নতুন ওপেনিং জুটি নিয়ে নামতে হবে শাহরুখ খান-জুহি চাওলার দলকে। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে ইংল্যান্ডের জাতীয় শিবিরে যোগ দিয়েছেন ফিল সল্ট। সুনীল নারাইনের সঙ্গে মিলে যিনি শুরুতেই ব্যাট হাতে ধুন্ধুমার বাঁধাচ্ছিলেন। পাওয়ার প্লে-তেই ঘুরিয়ে দিচ্ছিলেন ম্যাচের মোড়। সল্টের পরিবর্তে কোয়ালিফায়ারে নারাইনের সঙ্গী হবেন কে? সম্ভবত রহমানউল্লাহ গুরবাজ। গত আইপিএলেও আফগান তারকা কেকেআরের হয়ে ইনিংস ওপেন করেছিলেন। তবে এবারের আইপিএলে কোনও ম্যাচে খেলেননি। বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই নারাইন-গুরবাজ় জুটিকে দেখা যেত। গুরবাজের সামনে সল্টের অভাব ঢেকে দেওয়ার চ্যালেঞ্জ।


দলের সমর্থনে হাজির শাহরুখ


কলকাতা নাইট রাইডার্সের (KKR) সবচেয়ে বড় চিয়ার লিডার তিনিই। বয়স যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আকর্ষণ। টিম মালিক হিসাবেও নিজেকে বদলে ফেলেছেন। আগে দলের হারে ভেঙে পড়তেন। এখন মনের যন্ত্রণা চেপে রেখে ক্রিকেটারদের আগলে রাখার চেষ্টা করেন। কানে কানে মন্ত্র তুলে দেন, এই ম্যাচে হল না তো কী? পরেরটায় হবে। ম্য়ায় হুঁ না...


তিনি, শাহরুখ খান (Shah Rukh Khan)। কলকাতা নাইট রাইডার্সের টিম মালিক। যিনি এবারের আইপিএলে (IPL 2024) নতুন উদ্যমে নেমেছেন। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার শাহরুখের নাইটরা নামছেন আইপিএলের প্লে অফে। কোয়ালিফায়ার ওয়ানে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। সেই ম্যাচে কেকেআরের হয়ে গলা ফাটাতে একদিন আগেই, সোমবার সন্ধ্যায় নরেন্দ্র মোদির শহরে পৌঁছে গেলেন শাহরুখ। 


চুক্তিপত্রে বদল


যদি স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে?


বেঙ্গল প্রো টি-টোয়েন্টি (Bengal Pro T20) লিগ নিয়ে কোনও বিতর্কের জায়গা রাখতে চায়নি বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। তাই বাংলার বিভিন্ন দলের যে সমস্ত কোচ বা সাপোর্ট স্টাফেরা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের কোনও ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাঁদের বলা হয়েছিল, হয় সিএবি-র চুক্তি থেকে ইস্তফা দিতে, না হয় বেঙ্গল প্রো টি-২০-র দায়িত্ব ছাড়তে। কোচ বা মেন্টর হিসাবে বেঙ্গল প্রো টি-২০ লিগে বিভিন্ন দলের দায়িত্ব নিয়েছেন যে সমস্ত প্রাক্তন ক্রিকেটার, তাঁরা প্রায় সকলেই সিএবি-র পদ থেকে ইস্তফা দিচ্ছিলেন।


স্বার্থের সংঘাত এড়াতে এবার কোচেদের চুক্তিপত্রই বদলে ফেলার পরিকল্পনা নিচ্ছে সিএবি। বছরের যে সময়ে বেঙ্গল প্রো টি-২০ আয়োজিত হবে, সেই সময়টা কোচেদের সঙ্গে কোনও চুক্তি রাখবে না সিএবি। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, পরের মরশুম থেকেই কোচেদের সঙ্গে বার্ষিক চুক্তির আঙ্গিকে বদল আনা হবে।


সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে বললেন, 'আমরা সবাইকেই সিএবি ও বেঙ্গল প্রো টি-২০ লিগের মধ্যে যে কোনও একটাকে বেছে নেওয়ার বিকল্প দিয়েছিলাম। বেঙ্গল প্রো টি-২০ পেশাদার লিগ। আমরা কোনও বিতর্কের জায়গা রাখতে চাই না। তবে এবার ঠিক কোন সময়ে এই টুর্নামেন্ট হবে, তা আমাদের পক্ষে আগাম জানা সম্ভব ছিল না। সেই কারণে গত বছর যে সমস্ত কোচেদের বাংলার বিভিন্ন দলের জন্য সই করানো হয়েছিল, তাঁদের চুক্তিপত্রে গোটা বছরের মেয়াদকাল রাখা হয়েছিল। কিন্তু এবার টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারছি আগামী মরশুমে কখন বেঙ্গল প্রো টি-২০ লিগ হতে পারে। তাই পরের মরশুমের জন্য বাংলার বিভিন্ন দলের কোচেদের চুক্তিপত্রেও বেঙ্গল প্রো টি-২০ লিগের সময়টা বাদ রাখা হবে। যাতে পরেরবার এই পরিস্থিতি তৈরি না হয়।'


অন্তরার কণ্ঠে করব, লড়ব, জিতব রে...


নাচছেন আন্দ্রে রাসেল (Andre Russell), রিঙ্কু সিংহরা (Rinku Singh)। গানের সুরে গলা মেলাচ্ছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক (Mitchell Starc)। সঙ্গে বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, অঙ্গকৃষ রঘুবংশীরা।


আইপিএলের (IPL 2024) প্লে অফের আগে খোশমেজাজে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। সকলে মিলে গাইছেন 'করব, লড়ব, জিতব রে...'।


জনপ্রিয় গায়িকা অন্তরা নন্দীর কণ্ঠে শোনা গেল কেকেআরের (KKR) অ্যান্থেম। প্রথম আইপিএলের সময় বিশাল-শেখরের সুরে যে গানে কণ্ঠ দিয়েছিলেন স্বয়ং শাহরুখ খান। সঙ্গে ঊষা উত্থুপ, বিশাল দাদলানি, কুণাল গাঞ্জাওয়ালারা গেয়েছিলেন সেই গান। পরে সেই গানেরই একাধিক ভার্সন শোনা গিয়েছিল। প্রথম আইপিএলে তো বটেই, পরেও ভাঙা হাত নিয়ে সেই গানে নেচে প্রবল জনপ্রিয় করে তুলেছিলেন খোদ বাজিগর।


আইপিএল প্লে অফের আগে সেই গান এবার শোনা গেল জনপ্রিয় বাঙালি গায়িকা অন্তরা নন্দীর কণ্ঠে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল অন্তরা। সোমবার কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অন্তরাকে দেখা যাচ্ছে কেকেআরের বেগুনি-সোনালি জার্সি পরে। গাইছেন, 'করব, লড়ব, জিতব রে...'