SRH vs CSK LIVE Score: ১১ বল বাকি থাকতে চেন্নাই-বধ হায়দরাবাদের, ম্যাচের লাইভ আপডেট

Sunrisers Hyderabad vs Chennai Super Kings Live: চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ।

ABP Ananda Last Updated: 05 Apr 2024 10:50 PM
IPL Live: ৬ উইকেটে জয়ী কামিন্সরা

১১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ হায়দরাবাদের। মাত্র ৪ উইকেট হারিয়ে সিএসকে-র রান পেরিয়ে গেল তারা। ৬ উইকেটে জয়ী কামিন্সরা।

SRH vs GT Live: ৩৬ বলে ৫০ করে আউট হলেন মারক্রাম

৩৫ বলে হাফসেঞ্চুরি মারক্রামের। ৩৬ বলে ৫০ করে আউট হলেন। ১৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৩২/৩। ম্যাচ জিততে আর ৩৬ বলে ৩৪ রান চাই।

IPL Live: ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১১৮/২

২৪ বলে ৩১ রান করে ফিরলেন হেড। ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১১৮/২।

SRH vs CSK Live: ৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭৮/১

১২ বলে ৩৭ রান করে ফিরলেন অভিষেক শর্মা। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭৮/১।

IPL Live Score Update: চাহারের বলে প্রথম স্লিপে ট্র্যাভিস হেডের ক্যাচ ফেললেন মঈন আলি

প্রথম ওভারেই দীপক চাহারের বলে প্রথম স্লিপে ট্র্যাভিস হেডের ক্যাচ ফেললেন মঈন আলি। মুকেশ চৌধুরী দ্বিতীয় ওভারে দিলেন ২৭ রান। ২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৩৫/০।

IPL Live: চেন্নাই সুপার কিংস আটকে গেল ১৬৫/৫ স্কোরে

শুক্রবার ধোনি নামলেন যখন, চেন্নাই সুপার কিংস ইনিংসে মাত্র ৩ বল বাকি। ধোনি খেললেন মাত্র ২ বল। প্রথম বলটি ওয়াইড ইয়র্কার করলেন টি নটরাজন। ব্যাট ছোঁয়াতে পারলেন না। পরের বলে সিঙ্গল নিলেন। সব মিলিয়ে ২ বলে ১ রান করে অপরাজিত রইলেন ধোনি। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস আটকে গেল ১৬৫/৫ স্কোরে।

CSK vs SRH Live: ১৭ ওভারের শেষে সিএসকে ১৩৯/৪

শিবম ৪৫ ও রাহানে ৩৫ রানে আউট হলেন। ১৭ ওভারের শেষে সিএসকে ১৩৯/৪।

IPL Live Score: ১৩ ওভারের শেষে সিএসকে ১১৫/২

১৩ ওভারের শেষে সিএসকে ১১৫/২। ২২ বলে ৪৪ রান শিবম দুবের। ২৬ বলে ৩১ রাহানের।

IPL Live Score: ৯ ওভারের শেষে সিএসকে ৮০/২

২১ বলে ২৬ রান করে শাহবাজের বলে আউট রুতুরাজ। ৯ ওভারের শেষে সিএসকে ৮০/২।

SRH vs CSK Live Score: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে সিএসকে ৪৮/১

১২ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট রাচিন রবীন্দ্র। ক্রিজে রুতুরাজ (১৭ বলে ২৩ রান) ও অজিঙ্ক রাহানে (১০ বলে ১৩ রান)। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে সিএসকে ৪৮/১।

SRH vs CSK Live: প্রথম ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৭

অভিষেক শর্মাকে দিয়ে বোলিং ওপেন করাল হায়দরাবাদ। প্রথম ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৭ রান।

IPL Live Score: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স।

SRH vs CSK Live: নিজামের শহরের পরীক্ষা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে

তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। হারিয়েছে শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে। সেটাও আইপিএলে রেকর্ড গড়ে। আজ পরীক্ষা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: আজ আইপিএলের মঞ্চে (IPL 2024) দক্ষিণী ডার্বিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দুই দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। তাই উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে। দুই দলেই রয়েছেন তারকা ক্রিকেটার থেকে বিশ্বজয়ী অধিনায়ক। ফলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।  


হেড-টু-হেড


দুই দলের মুখোমুখি লড়াইয়ে চেন্নাই সুপার কিংস অনেকটাই এগিয়ে। সানরাইজার্স এবং সিএসকে মোট ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সানরাইজার্স সেখানে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছে। ১৫টি ম্যাচেই জয় পেয়েছে চেন্নাইয়ের হলুদ ব্রিগেড। মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক রান করা হোক বা উইকেট নেওয়া, সবক্ষেত্রেই সিএসকে তারকাদের দাপট। এই লড়াইয়ে 'মিস্টার আইপিএল' সুরেশ রায়না সর্বাধিক ৪৩৪ রান করেছেন। অবশ্য রায়নার থেকে ১০ রান পিছিয়ে থাকা মহেন্দ্র সিংহ ধোনি এই ম্যাচেই তাঁকে পিছনে ফেলে দিতে পারেন। সর্বাধিক ২০টি উইকেট নেওয়ার কৃতিত্ব ডোয়েন ব্র্যাভোর দখলে। তাঁর আশেপাশেও অবশ্য কেউ নেই। তাই তাঁর রেকর্ড অক্ষতই থাকবে।


পিচ পরিস্থিতি ও পরিবেশ


হায়দরাবাদের এই মাঠেই গত ম্যাচে আইপিএলের সর্বকালীন রেকর্ড ২৭৭ রান উঠেছিল। এই ম্যাচও কিন্তু ওই পিচেই খেলা হবে। সানরাইজার্স কোচ ড্যানিয়েল ভেত্তোরি কিন্তু আগেভাগেই বড় রানের পূর্বাভাস দিয়ে রেখেছেন। তাই আজ হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময়ে বৃষ্টি হওয়ার কোনওরকম পূর্বাভাস নেই। তাই ৪০ ওভারের ম্যাচ হবে বলে আশা করাই যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সানরাইজার্স-সিএসকে ম্যাচের আগেই দুর্ভোগ, কাটা হল মাঠের বিদ্যুৎ

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.