SRH Vs GT Live: হার্দিকদের জয়রথ থামিয়ে দিল উইলিয়ামসনের হায়দরাবাদ

IPL 2022 Live: টুর্নামেন্টে অভিষেকেই বাজিমাত করেছে একটি দল। তিনটি ম্যাচ খেলে তিন ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। অন্যদিকে দ্বিতীয় দলটি এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচ জয় ছিনিয়ে নিতে পেরেছে।

abp ananda Last Updated: 11 Apr 2022 11:18 PM
SRH vs GT Live: ৫ বল বাকি থাকতে গুজরাত-বধ হায়দরাবাদের

৫ বল বাকি থাকতে গুজরাত-বধ হায়দরাবাদের। ৮ উইকেটে ম্যাচ জিতলেন কেন উইলিয়ামসনরা। টুর্নামেন্টে প্রথম পরাজয় হার্দিক পাণ্ড্যর গুজরাতের।

SRH vs GT Live : ৪২ বলে হাফসেঞ্চুরি কেন উইলিয়ামসনের

৪২ বলে হাফসেঞ্চুরি কেন উইলিয়ামসনের। ১৬ ওভারের শেষে হায়দরাবাদ ১২৯/১।

SRH vs GT Live: ১৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯৮/১

১৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯৮/১।

SRH vs GT Live: ৪২ রান করে রশিদ খানের বলে ফিরলেন অভিষেক

৩২ বলে ৪২ রান করে রশিদ খানের বলে ফিরলেন অভিষেক শর্মা। ৯ ওভারে হায়দরাবাদ ৬৬/১।

SRH vs GT Live: হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৪২ রান

৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৪২ রান।

SRH vs GT Live: ভাল শুরু গুজরাতের বোলারদের

ভাল শুরু গুজরাতের বোলারদের। প্রথম ওভারে মহম্মদ শামি খরচ করলেন মাত্র ৪ রান।

SRH vs GT Live: ৪২ বলে হাফসেঞ্চুরি হার্দিকের

৪ বলে ৬ রান করে রান আউট গুজরাতের আগের ম্যাচের নায়ক রাহুল তেওয়াটিয়া। ৪২ বলে হাফসেঞ্চুরি হার্দিকের। ২০ ওভারে গুজরাত তুলল ১৬২/৭।

SRH vs GT Live: ১২ রান করে ফিরলেন ডেভিড মিলার

১৫ বলে ১২ রান করে ফিরলেন ডেভিড মিলার। ১৫.৩ ওভারে গুজরাতের স্কোর ১২০/৪।

SRH vs GT Live Updates: গুজরাতের স্কোর তিন উইকেটে ৮০ রান

১০ ওভারের শেষে গুজরাতের স্কোর তিন উইকেটে ৮০ রান।

SRH vs GT Live: ৬ ওভারের শেষে গুজরাতের স্কোর ৫১/২

সাই সুদর্শনকে ফেরালেন টি নটরাজন। ৬ ওভারের শেষে গুজরাতের স্কোর ৫১/২।

SRH vs GT Live: শুভমন ফিরলেন ৭ রান করে

ভুবনেশ্বর কুমারের বলে শর্ট কভারে শুভমন গিলের (৭ রান) ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ধরলেন রাহুল ত্রিপাঠি। ৩ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ৩০/১।

SRH vs GT Live: এক ওভারের শেষে রান ১৭/০

ভাল শুরু গুজরাতের। এক ওভারের শেষে রান ১৭/০।

SRH vs GT Live: কী বললেন হার্দিক?

টস জিতলে আমরাও প্রথমে ফিল্ডিং করতাম, বললেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

SRH vs GT Live: বড় রানের খেলা?

পিচ পর্যবেক্ষণ করে ড্যারেন গঙ্গা জানালেন, বড় রানের খেলা হবে। তবে পিচ কিছুটা মন্থর ও সাহায্য পাবেন স্পিনাররা।

প্রেক্ষাপট

মুম্বই: টুর্নামেন্টে অভিষেকেই বাজিমাত করেছে একটি দল। তিনটি ম্যাচ খেলে তিন ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। অন্যদিকে দ্বিতীয় দলটি এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচ জয় ছিনিয়ে নিতে পেরেছে। এই পরিস্থিতিতে আজ আমনে-সামনে হতে চলেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hayderabad)। 


সানরাইজার্স হায়দরাবাদ


চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ উইকেট জয় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স তাদের শেষ ম্যাচে। অভিষেক শর্মা ৫০ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। প্রথম দুটো ম্যাচে হারের পর নিজেদের মিডল অর্ডার নিয়ে চাপে পড়ে গিয়েছিল কেন উইলিয়ামসনের দল। কিন্তু অভিষেক ও রাহুল ত্রিপাঠীর ফর্মে ফের কিছুটা আশা জোগাবে তাদের। যদিও ক্যাপ্টেন কেনের থেকে এখনও বড় ইনিংস পাওয়া যায়নি। 


গুজরাত টাইটান্স


অন্যদিকে গুজরাত টাইটান্স তাদের শেষ ম্য়াচে খেলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই দলের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল হার্দিক পাণ্ড্যর দল। শুভমন গিল ৯৬ রানের ইনিংস খেলেছিলেন। শেষ দিকে ৩ বলে ১৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রাহুল তেওয়াটিয়া। তবে শামি, ফার্গুসন, রশিদ সমৃদ্ধ বোলিং লাইন আপই মূলত ভরসা ও শক্তির জায়গা গুজরাতের। 


পয়েন্ট টেবিলে কে কোথায়?


পয়েন্ট টেবিল এই মুহূর্তে তিন ম্যাচে ৩টি তেই জিতে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গুজরাত টাইটান্স। অন্যদিকে, সানরাইজার্স ৩ ম্যাচ খেলে ১ ম্যাচ জিতে এই মুহূর্তে ৮ নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.