মুম্বই: প্লে অফের দৌড়ে থাকতে হলে এই ম্যাচে জেতা ছাড়া আর কোনও উপায় নেই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) সামনে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্য়াট করে ১৯৩ রান বোর্ডে তুলে নিল কমলা বাহিনী। দুরন্ত অর্ধশতরান হাঁকালেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। রান পেলেন প্রিয়ম গর্গ ও নিকোলাস পুরান।


ত্রিপাঠীর অর্ধশতরান, বড় রান বোর্ডে তুলল সানরাইজার্স


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এতদিন সানরাইজার্সের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু এদিন প্রিয়ম গর্গ নেমেছিলেন অভিষেক শর্মার সঙ্গে। ২ জনেই প্রথম থেকেই চালিয়ে খেলা শুরু করেন। ড্যানিয়েল স্য়ামসের বলে ৯ রান করে অভিষেক ফিরে গেলেও, প্রিয়ম এদিন নিজের সেরা ছন্দে ছিলেন। চারটে বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে সানরাইজার্সের ব্য়াটিং লাইন আপের মূল নায়ক রাহুল ত্রিপাঠী। ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্য়াটার। ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান বোর্ডে তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। 


মুম্বই বোলারদের মধ্যে এদিন সবচেয়ে বেশি হতাশ করেন জশপ্রীত বুমরা ও ড্যানিয়েল স্যামস। ২ জনেই ১টি করে উইকেট নেন। বুমরা তাঁর ৪ ওভারে ৩২ রান দেন। স্যামস ৪ ওভারে ৩৯ রান দেন। নবাগত রমনদীপ সিংহ ৩ ওভারে ২০ রান দিলেও তুলে নেন ১ উইকেট।


পয়েন্ট টেবিলে কে কোথায়?


আইপিএলের পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পাঁচ ম্যাচে টানা হারতে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে। ফলে কিছুটা চাপে পড়ে গিয়েছে তারা। ঝুলিতে মাত্র ১০ পয়েন্ট রয়েছে কমলা বাহিনীর। এই পরিস্থিতি প্লে অফের দৌড়ে থাকতে বাকি ২ ম্যাচে জয়ই শুধু নয়, বিশাল বড় ব্যবধানে জয়ও দরকার সানরাইজার্সের। এমনকী অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। মুম্বই অবশ্য আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।