আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলের এলিমিনেটরে আজ মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেমন হবে আজ দুই দলের প্রথম একাদশ?


শেষ তিনটি ম্যাচেই জিতেছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। অন্যদিকে বিরাট কোহলির ব্যাঙ্গালোর শেষ চারটি ম্যাচ টানা হেরেছে। আজ যে জিতবে, ফাইনালে ওঠার আর একটা সুযোগ পাবে। যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

২৫ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন নবদীপ সাইনি। তারপর থেকে ছন্দে নেই। আরসিবির শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। প্রশ্ন রয়েছে ক্রিস মরিসের ফিটনেস নিয়েও। মরিস না পারলে খেলবেন মইন আলি। গ্রুপ পর্বে সাক্ষাতে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।

সানরাইজার্স হায়দরাবাদ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)

ঋদ্ধিমান সাহা

মণীশ পাণ্ডে

কেন উইলিয়ামসন

প্রিয়ম গর্গ

জেসন হোল্ডার

আব্দুল সামাদ

রশিদ খান

শাহবাজ নাদিম

সন্দীপ শর্মা

টি নটরাজন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

জশ ফিলিপ

দেবদত্ত পড়িক্কল

বিরাট কোহলি (অধিনায়ক)

এ বি ডিভিলিয়ার্স

শিবম দুবে

ক্রিস মরিস

ওয়াশিংটন সুন্দর

ইসুরু উদানা

শাহবাজ আমেদ/নবদীপ সাইনি

মহম্মদ সিরাজ

যুজবেন্দ্র চহাল