দুবাই: প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে ফের আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেল এই প্রতিযোগিতার ইতিহাসে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে ষষ্ঠবার আইপিএল-এর ফাইনালে পৌঁছল চারবারের চ্যাম্পিয়ন মুম্বই। দিল্লি অবশ্য আজ হেরে যাওয়ার পরেও আরও একটি সুযোগ পাচ্ছে। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে যে দল জিতবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা দিল্লির মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হবে।


আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০০ রান করে মুম্বই। অর্ধশতরান করেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। ভাল পারফরম্যান্স দেখান ওপেনার কুইন্টন ডি ককও। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্যও। তার ফলেই বড় স্কোর করতে সক্ষম হয় মুম্বই।

আজ অবশ্য মুম্বইয়ের ইনিংসের শুরুটা ভাল হয়নি। প্রথম বলেই আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা (০)। অপর ওপেনার ডি কক করেন ৪০ রান। তিন নম্বরে নামা সূর্যকুমার করেন ৫১ রান। ঈশান ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। হার্দিক ১৪ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তিনি পাঁচটি ছক্কা মারেন।

রোহিতের মতোই রান পাননি কাইরন পোলার্ড (০)। ক্রুণাল পাণ্ড্য করেন ১৩ রান।

দিল্লির হয়ে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন অ্যানরিক নর্তিয়ে ও মার্কাস স্টোইনিস।

রান তাড়া করতে নেমে ৮ বলের মধ্যেই ০ রানে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। প্রথম ওভারেই পৃথ্বী শ (০) ও অজিঙ্কা রাহানেকে (০) ফেরান ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় ওভারে শিখর ধবনকে ফেরান জসপ্রীত বুমরাহ। শুরুর এই ধাক্কা আর সামলাতে পারেনি দিল্লি। দলের ২০ রানের মাথায় ফিরে যান অধিনায়ক শ্রেয়স আয়ারও (১২)। দিল্লির অধিনায়ককে ফেরান বুমরাহ। দিল্লির ৪১ রানের মাথায় ফিরে যান ঋষভ পন্থ (৩)। এই উইকেটটি নেন ক্রুণাল পাণ্ড্য। ৪১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর পাল্টা লড়াই শুরু করেন মার্কাস স্টোইনিস (৬৫) ও অক্ষর পটেল (৪২)। তবে তাঁদের পক্ষে দিল্লিকে জেতানো সম্ভব হয়নি। ১৫ রানে অপরাজিত থাকেন কাগিসো রাবাডা।

মুম্বইয়ের হয়ে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন বুমরাহ। জোড়া উইকেট নেন বোল্ট। একটি করে উইকেট নেন ক্রুণাল ও পোলার্ড।