আবু ধাবি: ম্যাচ শুরুর আগে ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। চোটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে পারলেন না দুরন্ত ফর্মে থাকা ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে উইকেটকিপিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হল আর এক বঙ্গসন্তান শ্রীবৎস গোস্বামীর কাঁধে।
তবে ম্যাচে ভাল জায়গায় ডেভিড ওয়ার্নারের দল। টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। তাঁর সিদ্ধান্তের মর্যাদা রাখলেন বোলাররা। আগুনে স্পেলে প্রতিপক্ষ শিবিরকে তছনছ করলেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। ওপেন করতে নেমে ৭ বলে ৬ রান করে ফিরলেন আরসিবি অধিনায়ক। লড়াই করলেন একমাত্র এ বি ডিভিলিয়ার্স। ৪৩ বলে ৫৬ রান করলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তুলল ১৩১/৭।
দুই উইকেট পেয়েছেন টি নটরাজন। এক উইকেট শাহবাজ নাদিমের।
চোটের জন্য নেই ঋদ্ধি, ব্যর্থ বিরাট, ডিভিলিয়ার্সের একার লড়াইয়ে আরসিবি তুলল ১৩১/৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Nov 2020 09:15 PM (IST)
ম্যাচে ভাল জায়গায় ডেভিড ওয়ার্নারের দল। টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। তাঁর সিদ্ধান্তের মর্যাদা রাখলেন বোলাররা। আগুনে স্পেলে প্রতিপক্ষ শিবিরকে তছনছ করলেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -