আবু ধাবি: ফের সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। এবার নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করলেন মাঠের আম্পায়াররা।
শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয়ের অন্যতম নায়ক নারাইন। ৪ ওভারে ২৮ রানে দুই উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান বিস্ময়-স্পিনার।
তবে রাতের দিকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ই-মেল করে জানানো হল যে, পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বোলিং অ্যাকশন অবৈধ ছিল বলে রিপোর্ট করেছেন আম্পায়াররা। তবে এখনই তাঁর বোলিং নিষিদ্ধ করা হচ্ছে না। আপাতত ওয়ার্নিং লিস্টে রাখা হচ্ছে নারাইনকে। অর্থাৎ, সতর্ক করা হচ্ছে। টুর্নামেন্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আর একবার রিপোর্ট জমা পড়লে আর বল করতে পারবেন না নারাইন। তখন তাঁকে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কাজ করা বোর্ডের কমিটির কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে এসে ফের বোলিং করতে হবে।
প্রসঙ্গত, আইপিএলে এর আগেও নারাইনের বোলিং নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। নিষিদ্ধও করা হয়েছিল তাঁর বোলিং। পরে তিনি ক্লিয়ারেন্স নিয়ে এসে বল করেন।
নারাইনের বোলিং অ্যাকশন অবৈধ! রিপোর্ট আম্পায়ারদের, তবে বল করা আটকাচ্ছে না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2020 12:39 AM (IST)
আপাতত ওয়ার্নিং লিস্টে রাখা হচ্ছে নারাইনকে। অর্থাৎ, সতর্ক করা হচ্ছে। টুর্নামেন্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আর একবার রিপোর্ট জমা পড়লে আর বল করতে পারবেন না নারাইন। তখন তাঁকে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কাজ করা বোর্ডের কমিটির কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে এসে ফের বোলিং করতে হবে।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -