নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নেমেছেন তিনি। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে করোনা মোকাবিলায় ২ কোটি টাকা অনুদান দেওয়ার পাশাপাশি প্রায় ৪ কোটি টাকার তহবিলও তৈরি করে দিয়েছেন। সোমবার নিজেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে সুস্থ এবং সুরক্ষিত থাকতে দেশের সকল নাগরিককে টিকা নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন তিনি। বিরাটের টিকা নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।






সোমবার সস্ত্রীক টিকা নিলেন জাতীয় দলের সিনিয়র তারকা ইশান্ত শর্মাও। স্ত্রী প্রতিমা সিংহের সঙ্গে ছবি পোস্ট করে সে খবর জানান দিল্লির ডানহাতি পেসার। একইসঙ্গে করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধাদের ধন্যবাদ জানান পেসার। এর আগে কোভিড টিকা নিয়েছেন শিখর ধবন, অজিঙ্ক রাহানেরাও।





নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে দীর্ঘ সফরে যাওয়ার কথা বিরাটদের। তার আগে ভারতীয় টেস্ট দলের প্রত্যেক ক্রিকেটারের কোভিড ১৯ টিকাকরণ বাধ্যতামূলক করেছে বোর্ড ও ভারত সরকার। যদিও টিকার দ্বিতীয় ডোজ দেশে নিতে পারবেন না বিরাট কোহলিরা। সেই সময় তাঁরা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত থাকবেন। তাই ভারতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ ইংল্যান্ডেই দেওয়া হবে বলে বোর্ড সূত্রে খবর। সেই টিকা অবশ্য ভারত থেকেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সরকারি স্তরেও দু'দেশের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।


গত শুক্রবার করোনা ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিরুষ্কা জানান, ২ কোটি টাকা সাহায্য করতে চলেছেন তাঁরা। করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে ৭ কোটি টাকা সাহায্য করার জন্য ত্রাণ তহবিল তৈরি করেছেন তাঁরা। দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। সোনু সুদ ছাড়াও এই তালিকায় আছেন অক্ষয় কুমার, সুস্মিতা সেনের মতো তারকারা। ক্রিকেট জগতও পিছিয়ে নেই। সচিন তেন্ডুলকর, শিখর ধবন, ব্রেট লি, প্যাট কামিন্স-সহ অনেকেই ত্রাণ তহবিলে অর্থ অনুদান দিয়েছেন।