নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নেমেছেন তিনি। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে করোনা মোকাবিলায় ২ কোটি টাকা অনুদান দেওয়ার পাশাপাশি প্রায় ৪ কোটি টাকার তহবিলও তৈরি করে দিয়েছেন। সোমবার নিজেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে সুস্থ এবং সুরক্ষিত থাকতে দেশের সকল নাগরিককে টিকা নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন তিনি। বিরাটের টিকা নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Cricketers Taken Vaccination: করোনার টিকা নিলেন বিরাট-ইশান্তরা, দ্বিতীয় ডোজ় কি ইংল্যান্ডে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 May 2021 05:37 PM (IST)
করোনার বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নেমেছেন তিনি। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে করোনা মোকাবিলায় ২ কোটি টাকা অনুদান দেওয়ার পাশাপাশি প্রায় ৪ কোটি টাকার তহবিলও তৈরি করে দিয়েছেন। সোমবার নিজেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন বিরাট কোহলি।
টিকা নিলেন সস্ত্রীক ইশান্ত ও বিরাট কোহলি