মুম্বই: ক্রিকেটজীবনে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় মিডল অর্ডারের ভার সামলেছেন দুইজনে। একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকেও বিদায় জানিয়েছিলেন। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এবং সুরেশ রায়নার (Suresh Raina) বন্ধুত্ব এখনও অটুট। তাঁদের বন্ধুত্বের নিদর্শন ফের একবার ধরা পড়ল এক ভাইরাল ভিডিওতে।
সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে খুড়িয়ে হাঁটা ধোনিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেল রায়নাকে। ভিডিওটি দেখে যতদূর বোঝা গেল, সেই অনুযায়ী সম্প্রতি চেন্নাই-মুম্বইয়ের আইপিএল (IPL 2024) ম্যাচ শেষে টিম বাসের দিকে এগোচ্ছিলেন ধোনি। বাসে ওঠার আগে সিঁড়ি ভেঙে নামতে ধোনির বেশ সমস্যাই হচ্ছিল। সেই সময় তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন পাশে থাকা রায়না। দুইজনে হাসিমুখে আলিঙ্গনও করেন। এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে স্মৃতির পাতা উল্টে ধোনিকে দুরন্ত ছন্দে দেখা যায়। ইনিংসের শেষ ওভারে ব্যাটে নেমেই ধোনি ধামাকা। নাগাড়ে তিন ছক্কা হাঁকান মাহি। চার বলে ২০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর দল সিএসকেও জেতে ২০ রানেই। ধোনিকে এই মরশুমে ব্যাট হাতে বেশ ভাল ছন্দেই দেখা গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের ম্যাচে অনরিক নখিয়ার বিরুদ্ধে ধোনির ব্যাটিংও সকলের নজর কেড়েছিল। এই আইপিএলেই দুরন্তভাবে লাফিয়ে ক্যাচ ধরতেও দেখা গিয়েছে ধোনি। তবে এই ভিডিও ৪২-র ধোনির ফিটনেস নিয়ে এক প্রশ্ন তুলে দিল।
গত আইপিএলের গোটা মরশুম হাঁটুর ব্যথা নিয়েই খেলেছিলেন ধোনি। দলকে খেতাব জিতিয়েছিলেন। হাঁটুর চোট থেকে নিস্তার পাওয়ার লক্ষ্যে এ মরশুম শুরুর আগেই মুম্বইতে অস্ত্রোপ্রচারও করান ধোনি। তবে তিনি ব্যথা থেকে সম্পূর্ণ নিরাময় পেয়েছেন কি না, এই ভিডিওর পর আবারও সেই প্রশ্ন উঠছে। তবে ধোনির দল কিন্তু দুরন্ত ছন্দে। সিএসকে বর্তমানে লিগ তালিকায় তিনে রয়েছে। ছয় ম্যাচে চারটিতে জয় পেয়েছে। নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় যে দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IPL তালিকার লাস্টবয় RCB, নাগাড়ে পাঁচ হারের পর মালিকানা বদলের ডাক ক্ষুব্ধ মহেশ ভূপতির