মুম্বই : ২০১৮ সাল থেকেই তিনি দলের সঙ্গে জড়িত। এর আগে সহ অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন। গত মরসুমে সাময়িক সময়ের জন্য দলের অধিনায়কও ছিলেন। সেই ময়ঙ্ক অগ্রবালকে আসন্ন আইপিএলের জন্য অধিনায়ক ঘোষণা করল পাঞ্জাব কিংস (Punjab Kings)। আজই এই ঘোষণা করা হয়।


নতুন অধিনায়ক নির্বাচিত হওয়ার পর ময়ঙ্ক বলেন, "২০১৮ সাল থেকে পাঞ্জাব কিংসে আছি। অসাধারণ এই ইউনিটকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়াই আমি আনন্দিত। আমি এই দায়িত্বভার গ্রহণ করছি। একই সঙ্গে এই মরসুমে যেরকম প্রতিভাবান খেলোয়াড়রা আমাদের দলে আছেন, তাতে আমার কাজ আরও সোজা হয়ে যাবে বলে মনে করি। প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ের পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন কিছু প্রতিভাবান তরুণ। যাঁরা সুযোগের অপেক্ষায় রয়েছেন।" ময়ঙ্ককে অধিনায়ক নির্বাচন নিয়ে হেড কোচ অনিল কুম্বলেও উচ্ছ্বসিত। ময়ঙ্কের প্রশংসা করেছেন তিনি।


নিলামের আগে এবার পঞ্জাব কিংস রিটেন করেছিল ময়ঙ্ক অগ্রবাল, অর্শদীপ সিংহকে। কিন্তু নিলামের পর আরও ২৩ জন প্লেয়ারকে দলে নিয়ে নেয় প্রীতি জিন্টার দল। এবারের নিলামে টেবিলে দেখা যায়নি প্রীতিকে। তবে একের পর এক প্লেয়ারকে বাছাই করে চমক দেখিয়েছে পঞ্জাব। বাংলার ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়কে দলে নিয়েছে পঞ্জাব। নিলামের পরও ৩ কোটি ৪৫ লক্ষ টাকা ঝুলিতে পঞ্জাব কিংসের।


আরও পড়ুন ; কবে শুরু আইপিএল, জানিয়ে দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান


করোনা আবহে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL) ১৫তম সংস্করণ। টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে মার্চ মাস থেকেই আইপিএল শুরুর বিষয়ে বলা হয়েছিল। স্টারের সেই অনুরোধকেই কার্যত সিলমোহর দেয় ভারতীয় বোর্ড। ফাইনাল খেলা হবে ২৯ মে। ব্রিজেশ পটেলের নেতৃত্বে আইপিএল-এর গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, লিগের সব ম্যাচ মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে।