মুম্বই: মাঝে আর কিছুদিনের অপেক্ষা। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম পর্ব। মোট ৯৯১ জন প্লেয়ার আসন্ন নিলামে অংশ নিতে চলেছেন। আইপিএলের মঞ্চ মানেই অলরাউন্ডারদের ছড়াছড়ি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে অলরাউন্ডারদের দরও সবচেয়ে বেশি। সেই মত আইপিএলেও দেশ বিদেশের তারকা অলরাউন্ডারদের দেখা যায়। আসন্ন টুর্নামেন্টেও তার ব্য়তিক্রম হবে না। তিনজন অলরাউন্ডার রয়েছেন যাঁদের দিকে নিলামে বিশেষ করে নজর থাকবে --


বেন স্টোকস (২ কোটি বেস প্রাইস) - আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। নিঃসন্দেহে বলা যেতেই পারে যে আসন্ন নিলামে বড় দাম পেতে চলেছেন বেন স্টোকস। ২০১৮ সালে সবেচেয়ে দাবি প্লেয়ার হিসেবে নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ইংল্যান্ডের অলরাউন্ডারের দর উঠেছিল ১২.৫ কোটি। দুর্দান্ত একজন অধিনায়ক স্টোকস। তাঁর মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে চাপের মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। গত বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই অলরাউন্ডার। 


শাকিব আল হাসান (১.৫ কোটি বেস প্রাইস) - এশিয়ার অন্য়তম সেরা অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটের গর্ব। দলের ব্যাকবোন বলা যায়। ধারাবাহিকভাবে ভাল বোলিং করার জন্য বিখ্যাত শাকিব। ব্যাট হাতেও বিভিন্নধরণের শট খেলার ক্ষমতা রাখেন শাকিব। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের মঞ্চে ধারাবাহিকভাবে ভাল খেলে আসছেন শাকিব। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে শাকিবের আইপিএলে। আসন্ন নিলামেও অনেক দলই তাঁকে নিতে চাইবে।


স্যাম কারান (২ কোটি বেস প্রাইস) - ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আইপিএলের নিলামে আসছেন স্যাম কারান। তরুণ এই অলরাউন্ডারের দুর্দান্ত বিশ্বকাপ গিয়েছে। টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছেন স্যাম কারান। ব্যাট ও বল হাতে এর আগেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ পারফর্ম করেছেন স্যাম কারান। ধীরে ধীরে নিজে পরিণত হয়ে উঠছেন স্যাম কারান। ডেথ ওভারে কারানের বোলিং প্রতিপক্ষের চাপ বাড়ায়।


আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে পারে আগামী মরসুমের আইপিএল। অন্যদিকে মহিলা আইপিএলের উদ্বোধনী মরসুম শুরু হতে পারে মার্চ মাসের ৩ তারিখ থেকে। চলবে ২৬ তারিখ পর্যন্ত। এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা না করলেও সূত্রের খবর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহখানেক পরই মহিলাদের আইপিএল শুরু হতে পারে। উল্লেখ্য, কেপটাউনে ২ ফেব্রুয়ারি থেকে শুরু মহিলাদের টি-টােয়েন্টি বিশ্বকাপ। 


জানা গিয়েছে যে, মেয়েদের আইপিএলে মোট ৫টি দলের মধ্যে খেলা হতে পারে। ১৮ সদস্যের প্রতিটি দল হবে। এছাড়াও ৬জন বিদেশি রাখা যাবে প্রতিটি দলে। বিসিসিআইয়ের তরফে অন্যান্য বোর্ডের সঙ্গে কথা বলছে যাতে বিদেশিদের ক্রিকেটারদের অন্তর্ভূক্তি নিয়ে কোনও সমস্যা না হয়। 


অন্যদিকে এবার পুরুষদের আইপিএল ভারতের মাটিতেই হবে। হোম-অ্যাওয়ে হিসেবে ম্যাচ হবে। বোর্ড চাইছে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্টের আগেই আইপিএল শেষ করতে। কারণ এরপর আবার ১৬ জুন থেকে শুরু অ্যাশেজ। তাই মে মাসের মধ্যেই আইপিএল শেষ করতে চাইছে বোর্ড।