হায়দরাবাদ: বুধবার রাজীব গাঁধী স্টেডিয়ামে ইতিহাসের সাক্ষী হয়ে থাকল ক্রিকেটবিশ্ব। সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (SRH vs MI) ম্যাচে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান উঠল। সানরাইজার্সের দেওয়া রেকর্ড ২৭৮ রান তাড়া করতে নেমে মুম্বই দুরন্ত লড়াই করে। পল্টনরা শেষমেশ পরাজিত হলেও, তাঁদের লড়াই প্রশংসা কুড়িয়ে নেয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেন তিলক বর্মা (Tilak Varma)। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্টও শেয়ার করেন তরুণ তুর্কি।


মুম্বইয়ের হয়ে মেগা টুর্নামেন্ট খেললেও, আদপে হায়দরাবাদের ছেলে তিলক। তাদের হয়েই ঘরোয়া ক্রিকেটও খেলেন তিলক। ঘরের মাঠে ছেলের খেলা দেখতে উপস্থিত ছিল তিলকের পরিবার। ম্যাচ শেষে তিলক তাঁদের সঙ্গেই একটি ছবি শেয়ার করেন। ভবিষ্যতে ইতিবাচক ফলাফলের আশা করে তিলক সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই ফলাফল আমরা চায়নি। তবে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা। আমার পরিবার এবং কোচকে পাশে পাওয়ায় আমি কৃতজ্ঞ।'


 


Not the result we wanted but we’ll be back stronger. Grateful to have my family and coach there with me, always ❤️❤️❤️ pic.twitter.com/n3QnvdeW93






তিলক ৩৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল দুইটি চার ও ছয়টি ছক্কায়। ম্যাচে হারতে হলেও, তিলকের লড়াই কিন্তু মন কেড়েছে সতীর্থ টিম ডেভিডের। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে অজ়ি ডেভিড বলেন, 'তিলক দারুণ ইনিংস খেলে। নিজের সেরাটার কাছাকাছি দিয়েছে ও এবং সহজেই বড় শটগুলি মেরেছে। আমি এটা বলছি কারণ আমার মনে করি ও এর থেকেও অধিক দক্ষ। তবে আজকের ওর এই ইনিংসটা নজরকাড়া ছিল। দলের সতীর্থরা ভাল খেললে তো সবসময়ই ভাল লাগে। আমি আশাবাদী যে ভবিষ্যতে আমরা অনেক ম্যাচ জিতব।' 


টিম ডেভিড জানান তাঁদের সামনে রেকর্ড রান তাড়া করে জয়ের লক্ষ্য থাকলেও, সেই দিকে না তাকানোর পরামর্শ দেওয়া হয়। অতীতের পারফরম্যান্স মুম্বইয়ের সাজঘরকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। সেই আত্মবিশ্বাসে ভর করেই নিজেদের ব্যাটিং ইনিংসটা শুরু করে পল্টনরা। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ এপ্রিল মাঠে নামবে। দুই ম্যাচ হারের পর এই ম্যাচে প্রথম জয়ের জন্য যে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি মরিয়া হয়ে মাঠে নামবে, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ধোনিদের কাছে ম্যাচ হেরে ১২ লক্ষ টাকা জরিমানাও গুনতে হচ্ছে শুভমনকে