বেঙ্গালুরু: সোমবারের চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী থাকল ট্র্যাভিস হেড (Travis Head) ও হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) ব্যাটিং ঝড়ের। একজন ৩৯ বলে হাঁকালেন শতরান, তো আরেকজন করলেন হাফসেঞ্চুরি। এই দুইয়ের দৌলতেই সানরাইজার্স হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে আরসিবির (RCB vs SRH) বিরুদ্ধে আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ২৮৭ রান তুলল। নিজেদেরই রেকর্ড ভাঙল সানরাইজার্স।


আরসিবির দুর্বল বোলিং আক্রমণের বিরুদ্ধে চিন্নাস্বামীর মাঠে সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং আক্রমণ বড় রান তুলতে পারে, এমন প্রত্যাশা ছিলই। হলও তাই। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে শুরু থেকেই দুই সানরাইজার্স ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা বিধ্বংসী মেজাজে ইনিংসের শুরুটা করেন। মাত্র ২০ বলে অর্ধশতরান পূরণ করেন হেড। পাওয়ার প্লের ছয় ওভারেই ৭৬ রান তোলে সানরাইজার্স। নবম ওভারে অভিষেককে ৩৪ রানে ফিরিয়ে রিস টপলি আরসিবিকে প্রথম সাফল্য এনে দেন। তবে ততক্ষণে শতরানের গণ্ডি পার করে ফেলেছে সানরাইজার্স।


দুরন্ত রানের ধারা বজায় রাখার জন্য হেনরিখ ক্লাসেনকে এদিন প্রমোট করা হয়। তিনে নামেন প্রোটিয়া ব্যাটার। শুরুটা তিনি খানিকটা দেখেশুনেই করেন। কিন্তু বিধ্বংসী মেজাজে শতরান পূরণ করে ফেলেন হেড। তবে সেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি হেড। ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ না ঘটায় ১০২ রানে তাঁকে ফেরান লকি ফার্গুসন। অবশ্য তাতে রানের গতি কমেনি। হেড আউট হওয়ার ক্লাসেন ব্যাট হাতে ঝড় তোলেন। ২৩ বলে করেন হাফসেঞ্চুরি।  


হেডের মতো বিধ্বংসী ক্লাসেনকেও ফেরান ফার্গুসনই। তবে এদিন যেন সানরাইজার্স ব্যাটাররা সাজঘর থেকেই সেট হয়ে ব্যাটে নামছিলেন। নেমেই এইডেন মারক্রাম এবং আব্দুল সামাদ ব্যাট হাতে বড় বড় শট হাঁকাতে শুরু করেন। দুইজনে চতুর্থ উইকেটে ১৮ বলে ৫৭ রানের পার্টনারশিপ গড়েন। সামাদ ১০ বলে ৩৭ ও মারক্রাম ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। মুম্বই বেশ খানিকটা সময় সানরাইজার্সের বিরুদ্ধে লড়াই করেছিল। আরসিবিও আজকের ম্যাচে সেই লড়াইটা দেখাতে পারে কি না, সেইদিকেই সকলের নজর থাকবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নিজেই কুড়োচ্ছেন মাটিতে পড়া KKR-র পতাকা, নেটিজেনদের মন জিতলেন নম্র শাহরুখ খান