মুম্বই: আইপিএলে (IPL) নতুন এক দিশা তৈরি হয়ে গেল। কারণ, টিভি সম্প্রচারের স্বত্বের চেয়েও বেশি দামে বিক্রি হল আইপিএলের ডিজিটাল স্বত্ব। যার দর শুনলে চমকে উঠবেন।


মঙ্গলবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন, ২৩,৫৭৫ কোটি টাকার বিনিময়ে আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে স্টার স্পোর্টস। যাদের হাতে আইপিএলের টিভি স্বত্ব ছিলই। তবে ইতিহাস তৈরি হয়েছে অন্য় মঞ্চে। কারণ, ২৩,৭৫৮ কোটি টাকার বিনিময়ে আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম ১৮।



দিনকয়েক ধরে চলা জল্পনার অবসান হল। বিরাট অঙ্কে বিক্রি হল আইপিএলের (IPL Media Rights) সম্প্রচার স্বত্ব। টিভি ও ডিজিট্যাল, দুই আলাদা মঞ্চের জন্য আলাদা দুই সংস্থার হাতে গেল সম্প্রচার স্বত্ব।


কারা পেল আইপিএলের সম্প্রচার স্বত্ব? 


ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র টিভি স্বত্ব বিক্রি হল ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে। সেই স্বত্ব পেল ডিজনি স্টার। আর ডিজিট্যাল স্বত্ব পেল ভায়াকম ১৮। ২৩ হাজার ৫৭৮ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব পেয়েছে তারা।


সব মিলিয়ে ৪৭ হাজার ১৫৩ কোটি টাকার বিনিময়ে বিক্রি হল আইপিএলের সম্প্রচার স্বত্ব। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়েছেন, ডিজিট্যাল ক্ষেত্রে বিপ্লব হয়ে গেল বলা যায়। ডিজিট্যাল যুগে ক্রিকেট কীভাবে দেখা হবে, তার নকশাটাই বদলে গিয়েছে। গোটা দেশে খেলার ছবিটাই বদলে যাচ্ছে।


সোমবারই বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি স্বত্ব ধরে রেখেছে স্টার সংস্থাই। সেই সঙ্গে ভায়াকম ১৮ ছিনিয়ে নিয়েছে ডিজিট্যাল স্বত্ব। শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে টিভি ও ডিজিট্যাল স্বত্ব থেকে প্রত্যেক ম্যাচে বোর্ডের রোজগার হবে প্রায় ১০৮ কোটি টাকা। এর ফলে আইপিএল সম্প্রচারে আর কোনও একটা সংস্থার হাত থাকল না।


আরও পড়ুন: ৩০ পেরিয়ে যাওয়ার পর অনবদ্য কীর্তির মালিক হলেন অ্যান্ডারসন