কলকাতা: জল্পনার অবসান হল। বিরাট অঙ্কে বিক্রি হল আইপিএলের (IPL Media Rights) সম্প্রচার স্বত্ব। টিভি ও ডিজিট্যাল, দুই আলাদা মঞ্চের জন্য আলাদা দুই সংস্থার হাতে গেল সম্প্রচার স্বত্ব।


কারা পেল আইপিএলের সম্প্রচার স্বত্ব? 


ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র টিভি স্বত্ব বিক্রি হল ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে। সেই স্বত্ব পেল ডিজনি স্টার। আর ডিজিট্যাল স্বত্ব পেল ভায়াকম ১৮। ২০ হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব পেয়েছে তারা।



সব মিলিয়ে ৪৪ হাজার ৭৫ কোটি টাকার বিনিময়ে বিক্রি হল আইপিএলের সম্প্রচার স্বত্ব। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি স্বত্ব ধরে রেখেছে স্টার সংস্থাই। সেই সঙ্গে ভায়াকম ১৮ ছিনিয়ে নিয়েছে ডিজিট্যাল স্বত্ব। শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে টিভি ও ডিজিট্যাল স্বত্ব থেকে প্রত্যেক ম্যাচে বোর্ডের রোজগার হবে ১০৭ কোটি ৫০ লক্ষ টাকা। এর ফলে আইপিএল সম্প্রচারে আর কোনও একটা সংস্থার হাত থাকল না।

 

এদিকে, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মনে করা হয়। আইপিএল আয়োজনের দৌলতে আরও ফুলে ফেঁপে উঠেছে তারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) আরও এক ইতিবাচক পদক্ষেপের কথা প্রকাশ্যে এল সোমবার। এবার ভারতীয় বোর্ড সুখবর দিল প্রাক্তন ক্রিকেটারদের। জানানো হল, ১০০ শতাংশ বাড়ানো হচ্ছে পেনশনের পরিমাণ।

সোমবার ট্যুইটারে বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মহিলা এবং পুরুষ ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশন বাড়ানো হচ্ছে। মোট ৯০০ জন এই বর্ধিত পেনশনের আওতায় পড়বেন। এবং ৭৫ শতাংশ পেনশনারের অবসরকালীন ভাতা বাড়বে ১০০ শতাংশ!” স্বাভাবিক ভাবেই বড় ঘোষণা করলেন জয় শাহ। নিঃসন্দেহে যাতে খুশি এবং উপকৃত হবেন পেনশন ভোগীরা। তাঁর ট্যুইটেই স্পষ্ট, ক্রিকেটারদের পাশাপাশি এই তালিকায় থাকছেন স্কোরার, পরিসংখ্যানকারী-সহ ম্যাচের সঙ্গে যুক্ত আধিকারিকরা।


আরও পড়ুন: ৩ বছর পর খেলবেন রঞ্জি ট্রফির ম্যাচ, ক্রিকেট উপভোগ করতে চান প্রদীপ্ত