মুম্বই: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা দেশের করোনা মোকাবিলায় ২ কোটি টাকা দান করেছিলেন আগেই। সেই সঙ্গে অনুদানের জন্য সকলের কাছে আবেদনও করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শনিবার বিরাট ট্যুইট করে জানিয়েছিলেন যে, মাত্র ২৪ ঘণ্টার ভেতর ৩ কোটি ৬০ লক্ষ টাকা অনুদান উঠে এসেছিল! বুধবার বিরাট-অনুষ্কার আহ্বানে সাড়া দিয়ে এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন ৫ কোটি টাকা সাহায্য করল। ওই সংস্থাকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিরুষ্কা। সেই সঙ্গে তাঁরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ৭ কোটি টাকার তহবিল তৈরির লক্ষ্য থাকলেও এখন তাঁরা ১১ কোটি টাকার ত্রাণ তহবিল তৈরি করতে চান।

 

বুধবার আলাদা আলাদা দুটি ট্যুইট করেছেন কোহলি ও অনুষ্কা। দুজনই ৫ কোটি টাকা অনুদান দেওয়ার জন্য এমপিএল সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে অঙ্গীকার করেছেন, 'করোনা মোকাবিলায় আমরা আমাদের লক্ষ্য বদলে ১১ কোটি টাকা তুলে দেওয়ার চেষ্টা করব।' পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দল তথা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলি ও অভিনেত্রী অনুষ্কা।



এর আগে করোনা ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিরুষ্কা জানিয়েছিলেন, ২ কোটি টাকা সাহায্য করতে চলেছেন তাঁরা। করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে ৭ কোটি টাকা সাহায্য করার জন্য ত্রাণ তহবিল তৈরি করেছেন বলেও জানিয়েছিলেন তাঁরা। যে লক্ষ্য এখন ১১ কোটি টাকায় পর্যবসিত হয়েছে।



দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। সোনু সুদ ছাড়াও এই তালিকায় আছেন অক্ষয় কুমার, সুস্মিতা সেনের মতো তারকারা। ক্রিকেট জগতও পিছিয়ে নেই। সচিন তেন্ডুলকর, শিখর ধবন, ব্রেট লি, প্যাট কামিন্স-সহ অনেকেই ত্রাণ তহবিলে অর্থ অনুদান দিয়েছেন।



গত সপ্তাহে একটি ভিডিও পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা। সেখানে তিনি বলেন, সারা দেশ কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে। অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো। মানুষের এই দুর্দশা কষ্ট দিচ্ছে আমাকে। তাই বিরাট এবং আমি মিলে করোনা ত্রাণে নতুন উদ্যোগ নিয়েছি। নিজের ট্যুইটার পোস্টে তাঁদের এই কাজে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানান বিরাট কোহলিও। ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, অনুষ্কা এবং আমি কোভিড ১৯ এর জন্য একটি ত্রাণ তহবিল তৈরি করেছি। আপনাদের সহযোগিতা পেলে ধন্য মনে করব। সবাই এগিয়ে আসুন আমাদের চারপাশে যাঁদের সাহায্য দরকার তাঁদের পাশে দাঁড়ান। আমি সবাইকে এই উদ্যোগে সামিল হওয়ার আর্জি জানাচ্ছি। সেই আহ্বানে সাড়া দিয়েছেন প্রচুর মানুষ।