কলকাতা: আইপিএলের ৭৪টি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ৫৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্লে-অফের টিকিট পাকা করার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পাশাপাশি জমে উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ও। রবিবাসরীয় ডবল হেডারের পর অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষ স্থানে কোনও বদল না ঘটলেও প্রথম পাঁচে কিন্তু দুই কেকেআর ওপেনার নিজেদের জায়গা করে ফেললেন।


১১ ম্যাচে ৫৪২ রান করে শীর্ষে আপাতত কোহলিই। তিনি ৬৭.৭৫ গড়ে এবং ১৪৮.০৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন। কোহলি বাদে একমাত্র ব্যাটার হিসাবে এখনও পর্যন্ত পাঁচশো রানের গণ্ডি পার করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর কাছে কোহলিকে পিছনে ফেলার সুযোগ ছিল বটে। তবে অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হয় তাঁর. পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩২ রানের ইনিংস খেলেন রুতু। তিনি ৫৪১ রান করেছেন। এরপরেই রয়েছেন নাইট তারকা নারাইন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত ৮১ রানের ইনিংসে তালিকায় তিন নম্বরে উঠে এলেন সুনীল নারাইন (Sunil Narine)। তাঁর ওপেনিং পার্টনার ফিল সল্ট (Phil Salt) ৩২ রান করে পাঁচ নম্বরে জায়গা করে নিলেন।


কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। যেমন এখন অরেঞ্জ ক্যাপ রয়েছে কোহলির মাথায়। একই ভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ।


নারাইন ৪১.৯১ গড় ও ১৮৩.৬৬ স্ট্রাইক রেটে ৪৬১ রান করেছেন। একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর দখলে। অপরদিকে, সল্টের সংগ্রহ ৪২৯ রান। তিনি প্রথম ইনিংস শেষে তালিকায় চারে থাকলেও, ২৫ রান করে তাকে পিছনে ফেলে চারে উঠে এসেছেন কেএল রাহুল। লখনউ অধিনায়কের এখনও পর্যন্ত মোট সংগ্রহ ৪৩১ রান। গড় ৩৯.১৮।  স্ট্রাইক রেট ১৪১.৩১। মরশুম শেষে কার মাথায় অরেঞ্জ ক্যাপ শোভা বাড়ায় এখন সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: লখনউে ব্যাটে, বলে অনবদ্য নারাইন ভাগ বসালেন রাসেলের কৃতিত্বে