আমদাবাদ: তাঁর দল আইপিএলের (IPL 2024) ফাইনালে উঠবে কি না, এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে হারিয়ে কোয়ালিফায়ার ওয়ানের টিকিট কনফার্ম করতে পারবে কি না, সময় বলবে। বুধবার রাতের আগে সেই ছবি পরিষ্কার হবে না। তবে বুধবার সন্ধ্যায় রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শুরু হওয়ার পরপরই একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেল। 


আর সেটা হল, আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে ৮ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৯ রান পূর্ণ করতেই আইপিএলে ৮ হাজার রান হয়ে গেল কোহলির। প্রথম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন কিংগ কোহলি। 


বুধবার শুরুটা দারুণভাবে করেছিলেন কোহলি। আবেশ খানকে পুল করে ছক্কা মারেন। যে শট নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা হয়। তবে এলিমিনেটরে বড় রান পাননি। ২৪ বলে ৩৩ রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হন তিনি। আরসিবি ইনিংসের অষ্টম ওভারে। লেগস্পিনারকে স্লগ স্যুইপ করতে গিয়ে ফেরেন কোহলি। 


 






কোথায় বাকিদের চেয়ে এগিয়ে কোহলি? একটা পরিসংখ্যান দেওয়া যাক। কোহলি যেখানে আইপিএলে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন, সেখানে অন্য কোনও ব্যাটার সাত হাজার রানও করতে পারেননি। ২০১৬ সালে আইপিএলের এক মরশুমে রেকর্ড ৯৭৩ রান করেছিলেন। এবারের আইপিএলে ১৫ ম্যাচে করেছেন ৭৪১ রান। বাকি প্রতিদ্বন্দ্বীদের কার্যত ধরাছোঁয়ার বাইরে। অরেঞ্জ ক্যাপ রয়েছে কোহলির দখলে। তিনিই সম্ভবত অরেঞ্জ ক্যাপ জিতে নেবেন। তাঁর দল আরসিবি আইপিএলে জিতুক বা না জিতুক। টানা ৬ ম্যাচ জিতে আরসিবির নাটকীয়ভাবে আইপিএল প্লে অফের ওঠার নেপথ্যেও রয়েছে কোহলির চওড়া ব্যাট। কার্যত একা হাতে করে দলের ব্যাটিংকে টানছেন কোহলি।


 






আরও পড়ুন: শুরু হয়ে গেল সুনীল ছেত্রীর শেষ ম্যাচের টিকিট বিক্রি, কোথা থেকে-কীভাবে কাটবেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।