বেঙ্গালুরু: ব্যাট হাতে তাঁর রেকর্ডের কমতি নেই। তবে অনেকসময়ই ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) দাপটে ফিল্ডার হিসাবে তাঁর কৃতিত্ব চাপা পড়ে যায়। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (RCB vs PBKS) ব্যাটে নামার আগেই কৃতিত্ব গড়লেন কোহলি। বলা ভাল রেকর্ড গড়লেন ফিল্ডার বিরাট। সুরেশ রায়নাকে পিছনে ফেললেন আরসিবি তারকা।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং শিখর ধবন, উভয়েরই ক্যাচ ধরেন বিরাট কোহলি। এই দুই ক্যাচের সুবাদেই বিশ ওভারের ফর্ম্যাটে সর্বাধিক ক্যাচ ধরা ভারতীয় হয়ে গেলেন কোহলি। কুড়ি বিশের ফর্ম্যাটে কোহলি ১৭৪টি ক্যাচ ধরে ফেললেন। সুরেশ রায়নার সঙ্গে এতদিন যুগ্মভাবে শীর্ষে ছিলেন বিরাট। উভয় তারকার দখলেই ১৭২টি ক্যাচ ধরার কৃতিত্ব ছিল। তবে সেই রেকর্ডের একক মালিক হয়ে গেলেন 'কিং কোহলি'।
এই তালিকায় রায়না, কোহলির পর তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৬৭টি ক্যাচ ধরেছেন। কেকেআর তারকা মণীশ পাণ্ডে ১৪৬ ও সূর্যকুমার যাদব ১৩৬টি ক্যাচ ধরে এই তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। তবে ভারতীয় হিসাবে কোহলি শীর্ষস্থান দখল করলেও, গোটা বিশ্বের ক্ষেত্রে তিনি অনেকটাই পিছিয়ে রয়েছেন।
সেক্ষেত্রে এক নম্বরে রয়েছেন প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স তারকা তথা বর্তমানে মুম্বইয়ের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড। পোলার্ডের পর ২৯০ ক্যাচ নেওয়া ডেভিড মিলার তালিকায় দ্বিতীয় স্থানে। পোলার্ডের প্রাক্তন সতীর্থ তথা সিএসকের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো ২৭১টি ক্যাচ নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
ম্যাচে প্রথমে বলে করে পাঞ্জাব কিংসকে কিন্তু বড় রান তুলতে দিলেন না আরসিবি বোলাররা। দুইটি করে উইকেট নিয়ে প্রভাবিত করলেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল। পাঞ্জাবের হয়ে অধিনায়ক শিখর ধবন সর্বাধিক ৪৫ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে পাঞ্জাবের সংগ্রহ ছয় উইকেটের বিনিময়ে ১৭৬ রান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: গুজরাত টাইটান্স ম্যাচের পরেই হার্দিক-রোহিতের বাদানুবাদ, ভাইরাল হল ভিডিও