নয়াদিল্লি: মাঁকাডিং কী বৈধ? এতদিন এই প্রশ্নের উত্তরে হয়ত কেউ বলত হ্যাঁ, তো কেউ বলত না। কিন্তু অবশেষে আইসিসির তরফে মাঁকাডিংকে বৈধ ঘোষণা করে দিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসি। ক্রিকেটের অনেক নিয়মেই এদিন বদল এনেছে এই ক্লাব। তার মধ্যে অন্যতম মাঁকাডিংকে বৈধতা দেওয়া। 


আইপিএলের সৌজন্যে মাঁকাডিংয়ের প্রসঙ্গ উঠতেই ভেসে আসে রবিচন্দ্রন অশ্বিন ও জশ বাটলারের মুখ। রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংসের ম্যাচে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটারকে এই আউট করেই আলোড়ন ফেলে দিয়েছিলেন অশ্বিন। এই নিয়ে বিভক্ত হয়ে গিয়েছেন ক্রিকেট ব্যক্তিত্বরাও। কেউ অশ্বিনের সমর্থন করেছিলেন তো কেউ বলেছিলেন যে এটা কোনওভাবেই স্পোর্টসম্যান স্পিরিটের অঙ্গ নয়।


তবে এদিন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব যে নতুন নিয়মের কথা ঘোষণা করেছে, তাতে মাঁকাডিংকে বৈধ ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতেই বীরেন্দ্র সহবাগ ট্যুইট করেছেন, ''অনেক অনেক শুভেচ্ছা অশ্বিনকে। দুর্দান্ত একটা সপ্তাহ তোমার জন্য। প্রথমত দেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি এখন তুমি। আর দ্বিতীয়ত মাঁকাডিংয়ে আর কোনও সমস্যা নেই। তুমি স্বাধীনভাবে এখন মাঁকাডিং করতেই পার। আরও একবার কিন্তু অবশ্যই করো।''


 






এতদিন মানকাডিং বা নন-স্ট্রাইক এন্ডে দাঁড়ানো ব্যাটারকে রান আউট করার বিষয়টি 'আনফেয়ার-প্লে' হিসেবে এমসিসি'র ক্রিকেট সংবিধানে অন্তর্ভুক্ত ছিল ৷ এদিন তাতেই বদল আনল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব ৷ ধারা বদলে 'মাঁকাডিং'কে রান আউটের ধারায় অন্তর্ভুক্ত করল এমসিসি ৷ অর্থাৎ, এখন থেকে মানকাডিং'কে রান আউট হিসেবে গণ্য করা হবে ৷


উল্লেখ্য, ২০১৯ সালে আইপিএলের সময় বাটলারকে মাঁকাডিং আউট করেছিলেন অশ্বিন। যদিও আসন্ন মরসুমে আইপিএলে ২ জনই একই দলে খেলবেন। বাটলার রাজস্থানেই ছিলেন। অশ্বিনকে এবার দলে নিয়েছে রাজস্থান শিবির।