মুম্বই: এখনও পর্যন্ত এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচই খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে সেই ম্যাচে হারতে হয়েছে কেন উইলিয়ামসনের দল। ৬১ রানে সেই ম্যাচে জয় পেয়েছিল সঞ্জু স্যামসনের দল। আজ টুর্নামেন্টের ১৫ তম ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স। আজ কে কাকে টেক্কা দেবে তা দেখার। 


সানরাইজার্স হায়দরাবাদ


কেন উইলিয়ামসনের নেতৃত্বে এবারে মরসুম শুরু করেছে সানরাইজার্স। কিন্তু ব্য়াটে-বলে প্রথম ম্যাচের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রাখবে কমলা জার্সিধারীদের। ব্যাটিং বিভাগে একমাত্র এইডেন মার্করাম ও ওয়াশিংটন সুন্দর রান পেয়েছেন। বল হাতে ভুবনেশ্বর কুমার ছাড়়া আর কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। 


লখনউ সুপারজায়ান্টস


লখনউ কে এল রাহুলের নেতৃত্বে এবারই প্রথমবার আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেছে। ২ টো ম্যাচ এখনও পর্যন্ত তারা খেলেছে। তার মধ্যে ১টি ম্যাচে জয় ও একটি ম্য়াচে হারের সম্মুখিন হতে হয়েছে। এই পরিস্থিতিতে সানরাইজার্সের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যে মরিয়া থাকবে লখনউ। 


চেন্নাইয়ের বিরুদ্ধে জয় লখনউয়ের


সিএসকের বিরুদ্ধে জয় পেয়েছিল লখনউ। কে এল রাহুলের দলের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে বোর্ডে ২১০ রান তুলেছিল সিএসকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিশাল লক্ষ্যমাত্রার সামনে দুর্দান্ত শুরু করে লখনউ সুপার জায়ান্টস। নতুন অধিনায়ক কে এল রাহুলের ব্যাটিং ও ওপেনিংয়ে তাঁর পার্টনার কুইন্টন ডি কক দারুণ শুরু করে। ৯৯ রান বোর্ডে তুলে প্রথম উইকেট হারায় লখনউ। কে এল রাহুল ফিরে যান। ৪০ রান করে। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ডি কক আগের ম্যাচে রান না পেলেও এদিন ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন ৯টি বাউন্ডারির সাহায্যে। তবে খেলা একেবারে নিজেদের দখলে নিয়ে নেন এভিন লুইস। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন লুইস। শিভম দুবেকে ১৯ তম ওভারে ২৫ রান তুলে খেলায় প্রায় যবনিকা টেনে দেন তিনি। 


কাদের ম্যাচ




সানরাইজার্স হায়দরাবাদ



কোথায় খেলা


ডিওয়াই পাটিল স্টেডিয়াম, মুম্বই


কখন শুরু


সন্ধ্যা ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে