আইপিএল ২০১৭: এক নজরে দিল্লির তিন রেকর্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2017 12:01 AM (IST)
1
2
আইপিএল-এর দশম সংস্করণের প্রথম ক্রিকেটার হিসেবে শতরান করলেন সঞ্জু স্যামসন।
3
১৫ ইনিংস পর সঞ্জু এই প্রথম ৫০ বা তার বেশি রান করলেন।
4
এদিন দিল্লি পাওয়ারপ্লের পাঁচ ওভারে ৬২ রান তুলেছে। ২০১২ সালে দিল্লি-ই সম সংখ্যক রান বানিয়েছিল।
5
এদিন মরিসের স্ট্রাইক রেট ছিল ৪২২.২২! আইপিএলের ইতিহাসে পাঁচের বেশি বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের অধিকারী হলেন মরিস।
6
এছাড়া, ক্রিস মরিস মাত্র ৯ বলে ৩৮ রান করেন।
7
এছাড়া, পাওয়ারপ্লেতে পাঁচ বছরের রেকর্ড ভাঙল দিল্লি ডেয়ারডেভিলস।