চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছিলেন। এবার তদন্তকারী আইপিএস অফিসার জি সম্পত কুমারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। এবার সেই মামলার ভিত্তিতে আইপিএস অফিসারকে ১৫ দিনের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল মাদ্রাস হাইকোর্ট। অভিযুক্ত আইপিএস অফিসারকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে রায়ের বিরুদ্ধে আবেদন জানানাের জন্য। এরপর থেকেই এই রায় কার্যকর হবে।
উল্লেখ্য, ২০১৩-১৪ সালে আইপিএলে হঠাৎ করেই ম্যাচ গড়াপেটার কথা জানা যায়। তাতে নাম জড়ায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। চেন্নাইয়ের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসন ও তাঁর জামাই গুরুনাথ মেইয়াপ্পন এবং রাজস্থানের মালিক রাজ কুন্দ্রার নাম উঠে আসে। তদন্তের পরে ২০১৬ ও ২০১৭ সালে এই দুই দলকে নির্বাসিত করা হয়। সিএসকে অধিনায়ক দাবি করেন যে, সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন আইপিএস অফিসার। তার জেরে আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে।
ধোনির সেই আবেদনের ভিত্তিতে ওই আইপিএল অফিসার এবং সংবাদমাধ্যমকে কোনও মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপর হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল ওই সংবাদমাধ্যম। হলফনামা দাখিল করেছিলেন ওই আইপিএস অফিসারও। তাঁর হলফনামার বিরুদ্ধে পালটা আদালত অবমাননার মামলা দায়ের করেন ধোনি।
উল্লেখ্য, কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সি ইতিমধ্যেই তুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর অনুযায়ী, এরপরে দ্বিতীয় জার্সি হিসাবেই ধোনির সাত নম্বরকে তুলে রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানান, 'তরুণ ক্রিকেটারদের পাশাপাশি বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদেরও সাত নম্বর জার্সি বাছাই না করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। খেলার প্রতি ওঁর অবদানের জন্য বিসিসিআই ওঁর টি-শার্টটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১০ নম্বর জার্সি আগেই তুলে রাখা হয়েছিল, এবার কোনও নতুন খেলোয়াড় সাত নম্বর জার্সিও আর বাছাই করতে পারবেন না।'
তিনি আরও যোগ করেন, 'বর্তমানে প্রায় ৬০টি জার্সি নম্বর ভারতীয় ক্রিকেট দলে যারা নিয়মিত খেলেন এবং যারা দৌড়ে রয়েছেন, তাঁদের জন্য বরাদ্দ রয়েছে। যদি কোনও ক্রিকেটার বছরখানেকও দলের বাইরে থাকেন, তাও তাঁর জার্সি নম্বর অন্য কাউকে দেওয়া হয় না। ফলে নতুন যারা অভিষেক ঘটাচ্ছেন, তাঁদের কাছে ৩০টি নম্বর থেকে বাছাই করার সুযোগ রয়েছে।'