নয়াদিল্লি: ৪০ বছর বয়সেও রানের খিদে অটুট ওয়াসিম জাফরের। ইরানি কাপে বিদর্ভের হয়ে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে ২৮৫ রান করে অপরাজিত থাকলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই দুর্দান্ত সাফল্যের জন্য জাফরকে অভিনন্দন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংহরা।



এই ইনিংসের মাধ্যমে একাধিক নজির গড়লেন জাফর। এটাই ইরানি কাপে কোনও ব্যাটসম্যানের সর্বাধিক স্কোর। এর আগে এই রেকর্ড ছিল মুরলী বিজয়ের। তাঁর স্কোর ছিল ২৬৬। সেটা আজ টপকে গেলেন জাফর।



ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫০-র বেশি রান করলেন জাফর। ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ হাজার রানও করে ফেললেন তিনি। এছাড়া পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিশতরানের নজিরও গড়লেন তিনি।



প্রথম শ্রেণির ক্রিকেটে এটি জাফরের ২৪২-তম ম্যাচ। সেই ম্যাচেই জীবনের সেরা ইনিংস খেললেন তিনি। তাঁর এই অসাধারণ ইনিংসের সুবাদে দ্বিতীয় দিনের শেষে বিদর্ভের রান ৩ উইকেটে ৫৯৮। এটিই প্রথম শ্রেণির ক্রিকেটে বিদর্ভের সর্বোচ্চ রান।