ডাবলিন: ওয়ান ডে ক্রিকেটে ফের অঘটন ঘটাল আয়ার্ল্যান্ড। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে দিলেন আইরিশরা। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল আয়ার্ল্যান্ড। যে ঘটনা মঙ্গলবার রাতে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে।


ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ় খেলছেন আইরিশরা। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ় খেলছে দু'দল। তারপর হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেই ম্যাচে প্রথম ব্যাট করে ৪০.২ ওভারে আয়ার্ল্যান্ডের স্কোর যখন ১৯৫/৪, তখনই বৃষ্টি খেলা পণ্ড করে দিয়েছিল।


মঙ্গলবার অবশ্য পুরো ম্যাচই হয়েছে। আর তাতে কপাল পুড়েছে দক্ষিণ আফ্রিকার। টস জিতে ডাবলিনের মালাহাইডের দ্য ভিলেজ স্টেডিয়ামে আয়ার্ল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগে কাগিসো রাবাডা, এনরিকে নোখিয়া, কেশব মহারাজের মতো বড় সমস্ত নাম ছিল। তার পরেও ভাল শুরু করেন আইরিশ ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। ওপেনিং পার্টনারশিপে ১৩.৩ ওভারে ৬৪ রান যোগ করেন দুজনে। এরপরে পল স্টার্লিংকে ফেরান কেশব মহারাজ। ৪৪ বলে ২৭ রান করেন স্টার্লিং। যদিও ব্যালবার্নিকে ক্রিজ থেকে নাড়ানো যায়নি। অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। রাবাডার বলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৭ বলে ১০২ রান করেন আইরিশ অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা।


ব্যালবার্নিকে যোগ্য সঙ্গত করেন অ্যান্ডি ম্য়াকব্রাইন (৪৭ বলে ৩০ রান) ও হ্যারি টেক্টর (৬৮ বলে ৭৯ রান)। টেক্টর আগ্রাসী ব্যাটিং করে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন জর্জ ডকরেল। ২৩ বলে ৫টি চার ও দুটি ছক্কা মেরে ৪৫ রান করেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে আয়ার্ল্যান্ড ২৯০/৫ তোলে।


জবাবে ব্যাট করতে নেমে ২৪৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। একমাত্র জান্নেমান মালান (৮৬) ও রাসি ভ্যান ডার ডাসেন (৪৯) ছাড়া কেউই রান পাননি। মার্ক অ্যাডেয়ার, জশ লিটল ও অ্যান্ডি ম্যাকব্রাইন দুটি করে উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা ব্যালবার্নি।