কমলকৃষ্ণ দে, বর্ধমান : ধীরে ধীরে সংক্রমণ কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা। এই পরিস্থিতিতে করোনা বিধি শিকেয় তুলে মন্দিরের বাইরে ভিড় জমালেন হাজার হাজার মহিলা। বর্ধমানে বিপত্তারিণী পুজো উপলক্ষে এমনই ছবি ধরা পড়ল।


করোনার দ্বিতীয় ঢেউ এখনও চলছে। এদিকে এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা দূরে থাক, গা ঘেঁষাঘেঁষি করেই সর্বমঙ্গলা মন্দিরের বাইরে ভিড় করে পুজো দিলেন মহিলারা। আবার কয়েকজন পুরোহিতকে যেমন মাস্ক পরতে দেখা যায়নি, তেমনই মহিলাদের বেশিরভাগের মুখেই ছিল না কোনও মাস্ক।


দেখে মনে হবে, এ যেন করোনা কালের আগের কোনও ছবি। প্রসঙ্গত, জেলার মধ্যে বর্ধমান শহরেই সংক্রমণ সবচেয়ে বেশি। তার মধ্যে রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এখনও করোনার সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ চলছে রাজ্যজুড়ে। জেলারও বেশ কিছু জায়গায় করা রয়েছে মাইক্রো কন্টেনমেন্ট জোন। তারই মধ্যে বিপত্তারিণী পুজো উপলক্ষে এই ভয়াবহ ছবি ধরা পড়ল। এতে সংক্রমণ ফের ব্যাপক আকার নিতে পারে বলে মনে করছেন সচেতন বাসিন্দারা।


বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে বিপত্তারিণী পুজো উপলক্ষে প্রতি বছরই কয়েক হাজার ভক্ত সমাগম হয়। করোনার সংক্রমণ রুখতে গত বছরের মতো এবারও মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। করোনার বিধিনিষেধ মেনে বন্ধ মন্দিরেই দেবীর আরাধনা চলে। ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু তাতেও ভিড় এড়ানো যায়নি। হাজারে হাজার মহিলা এলেন শহর, জেলা ও পাশের জেলাগুলি থেকে। রাস্তায় পুরোহিতদের বসিয়ে পুজো করালেন। সব মিলিয়ে বিধিনিষেধ উপেক্ষা করে জনজোয়ারে পরিণত হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের বাইরের চত্বর।


যদিও মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম মেনে বিপত্তারিণীর বিশেষ পুজো আরতি হয়েছে। কিন্তু ভক্তদের ঢোকার অনুমতি ছিল না। প্রশাসনের পরামর্শে গত বছর ও এবছর করোনা পরিস্থিতিতে মন্দির বন্ধ রাখা হয়েছে। কিন্তু মন্দিরের বাইরে প্রচুর ভক্ত ভিড় করে দাঁড়িয়ে ছিলেন, মুখে মাস্ক না পরেই অনেকে পুজো দেন করোনা বিধি না মেনে। ফলে, সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা।