ডাবলিন: টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতে চলেছে আয়ারল্যান্ডের। আগামী বছরের মে মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড। সে দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। অকল্যান্ডে চলতি সপ্তাহে আইসিসি-র বৈঠক চলাকালে দুই বোর্ডের মধ্যে এ ব্যাপারে চুক্তি হয়েছে।

উল্লেখ্য, গত জুনে আইসিসি-র পূর্ণ সদস্যের মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।ফলে টেস্টে খেলিয়ে দেশের সংখ্যা ১০ থেকে বেড়ে হল ১২।

আয়ারল্যান্ডের বোর্ডের সিইও জানিয়েছেন, আগামী বছর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলা নিয়ে উচ্ছ্বসিত তাঁরা।

ইংল্যান্ড সফরের আগে পাকিস্তান আয়ারল্যান্ডে গিয়ে টেস্ট খেলবে। তবে ম্যাচের দিনক্ষন এবং কোথায় খেলা হবে তা এখনও ঠিক হয়নি।