নয়াদিল্লি: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন বাঁ হাতি অলরাউন্ডার ইরফান পঠান। তিনি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন গত বছরের ২৭ ফেব্রুয়ারি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের হয়ে সেই ম্যাচে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি এবং করেন ১০ রান। এরপর আর তাঁকে মাঠে দেখা যায়নি। এবার পাকাপাকিভাবে ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
২০০৩ সালের ১২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় এই বাঁ হাতি পেসারের। তিনি প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৪ সালের ৯ জানুয়ারি অস্ট্রেলিয়ারই বিরুদ্ধে। ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে অনন্য নজির গড়েন তিনি। এখনও পর্যন্ত আর কোনও বোলার টেস্টের প্রথম ওভারেই হ্যাটট্রিক করতে পারেননি। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হন ইরফান। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি সাফল্য পান। টেস্টে শতরানও করেন। কিন্তু বারবার ফর্ম হারিয়ে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন।
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ইরফানের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2020 06:14 PM (IST)
২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে অনন্য নজির গড়েন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -