আর তারপরেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ট্রোলের দল, প্রশ্ন তোলে, মুসলমান হয়ে তিনি হিন্দু উৎসব সেলিব্রেট করছেন কেন। একজন আবার মন্তব্য করে, বাবা তো মৌলবী, তুমি কোন বুদ্ধিতে এমন অ-ইসলামীয় কাজকর্ম করছ!
গত মাসেই ইরফানের স্ত্রী আঙুলে নেলপালিশ পরায় সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের মুখে পড়েন।