কলকাতা: আইসিসি-র চেয়ারম্যান পদে কি এবার সৌরভ গঙ্গোপাধ্যায়? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের মন্তব্যই উসকে দিয়েছে এই প্রশ্ন। স্মিথ জানিয়েছেন, আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হিসেবে তিনি সৌরভকে দেখতে চান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের মন্তব্য, সৌরভ আইসিসি-র চেয়ারম্যান হলে ক্রিকেটেরই উপকার হবে। কারণ, সৌরভ খেলাটা খুব ভাল বোঝে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছে। তা ছাড়া, ওকে সবাই সম্মান করে।





সৌরভের হয়ে এর আগে ব্যাট ধরেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ারও। তিনি বলেন, আইসিসি-কে নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক সৌরভ। খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে আইসিসি চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরের মেয়াদ। মাসদুয়েকের মধ্যে আইসিসি-র নির্বাচন।