মুম্বই: তিনি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি। তারপর দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলে তাঁকে না দেখে প্রশ্ন উঠেছিল। পরে জানা যায় যে, ঈশান কিষাণ (Ishan Kishan) নিজেই নির্বাচকদের বলে দিয়েছিলেন যে, তিনি দলীপ ট্রফিতে খেলবেন না।


ওয়েস্ট ইন্ডিজ সফরে বেরিয়ে পড়বে ভারত। তার আগে কিষাণ-সহ বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ এক ঝাঁক ক্রিকেটার যাচ্ছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এনসিএ-তে স্ট্রেংথ ও কন্ডিশনিং শিবিরে যোগ দিচ্ছেন ক্রিকেটারেরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং ৫টি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। ১২ জুলাই শুরু হচ্ছে টুর্নামেন্ট। ৩ জুলাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হবে ভারতীয় দল। সেই সফরে কিষাণ-সহ অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হতে পারে বলে খবর। সীমিত ওভারের ক্রিকেটে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহদের নেওয়া হতে পারে বলে খবর।


দুই সিরিজের মাঝে বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডেকে নেওয়ার রেওয়াজ আছেই। সেখানেই তাঁদের ভবিষ্যতের সিরিজের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলে। ২৮ জুন থেকে দলীপ ট্রফি হবে বেঙ্গালুরুতে। ১২-১৬ জুলাই হবে ফাইনাল। লাল বলের এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ঈশান। তাঁর পরিবর্তে পূর্বাঞ্চল দলে উইকেটকিপার হিসাবে সুযোগ পেয়েছেন অভিষেক পোড়েল।

 

 





যদিও ঈশানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আলুরে মধ্যাঞ্চলের সঙ্গে প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে পূর্বাঞ্চল। ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও সেই ম্যাচ খেলে প্রস্তুতি সারতে পারতেন কিষাণ। সেই ম্যাচে ভাল পারফরম্যান্স করলে টেস্ট দলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার দাবি জানিয়ে রাখতে পারতেন ২৪ বছরের ঝাড়খণ্ডের তারকা। বিশেষ করে কে এস ভরত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নজর কাড়তে না পারার পর তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবু কিষাণ দলীপ ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 


ভারতীয় ক্রিকেট দল গোটা বছর ধরেই প্রচুর ক্রিকেট খেলে। সামনেই আবার ৫০ ওভারের বিশ্বকাপ। ভারতেই এ বারের বিশ্বকাপের আসর বসবে। সেই কথা মাথায় রেখেই সম্ভবত রোহিতের ওয়ার্কলোড সামলানোর জন্যই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছুটা বিশ্রাম দিতে আগ্রহী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক হওয়ার পর তিন ফর্ম্যাট খেলা রোহিত নাগাড়ে বেশ কয়েকদিন ধরেই খেলে চলেছেন। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। অবশ্য গোটা সিরিজ নয়, শোনা যাচ্ছে ক্যারিবিয়ান সফরে কিছু ম্যাচে রোহিতকে বিশ্রাম দেওয়া হতে পারে।



আরও পড়ুন: স্ত্রী-কে জানিয়েছিলাম যে অস্ট্রেলিয়া সিরিজই আমার শেষ সিরিজ: অশ্বিন