ক্যান্ডি: শাহিদ আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন শ্রীলঙ্কার তারকা পেসার লসিথ মালিঙ্গা। আন্তর্জাতিক টি-২০-তে আফ্রিদির উইকেট ৯৮টি। ক্যান্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কলিন মুনরো ও কলিন ডে গ্র্যান্ডহোমের উইকেট নেন মালিঙ্গা। এখন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৯৯। তবে এই পেসারের রেকর্ড গড়ার দিনেই তাঁর দল হেরে গেল। পাঁচ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।


২০১১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। তিনি এ বছরের জুলাইয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখন শুধু আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলছেন এই পেসার। কেরিয়ারের শেষদিকে তিনি রেকর্ড গড়ে ফেললেন। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের উইকেট ৮৮টি। তাঁর পিছনে আছেন পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুল (৮৫ উইকেট), পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সইদ আজমল (৮৫ উইকেট) ও আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান (৭৫ উইকেট)।