ক্যান্ডি: শাহিদ আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন শ্রীলঙ্কার তারকা পেসার লসিথ মালিঙ্গা। আন্তর্জাতিক টি-২০-তে আফ্রিদির উইকেট ৯৮টি। ক্যান্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কলিন মুনরো ও কলিন ডে গ্র্যান্ডহোমের উইকেট নেন মালিঙ্গা। এখন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৯৯। তবে এই পেসারের রেকর্ড গড়ার দিনেই তাঁর দল হেরে গেল। পাঁচ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।
২০১১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। তিনি এ বছরের জুলাইয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখন শুধু আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলছেন এই পেসার। কেরিয়ারের শেষদিকে তিনি রেকর্ড গড়ে ফেললেন। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের উইকেট ৮৮টি। তাঁর পিছনে আছেন পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুল (৮৫ উইকেট), পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সইদ আজমল (৮৫ উইকেট) ও আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান (৭৫ উইকেট)।
আফ্রিদিকে টপকে টি-২০-তে সর্বোচ্চ উইকেট মালিঙ্গার
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2019 12:04 PM (IST)
ক্যান্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কলিন মুনরো ও কলিন ডে গ্র্যান্ডহোমের উইকেট নেন মালিঙ্গা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -