নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ ফের শুরু করার বিষয়ে একযোগে সওয়াল করলেন যুবরাজ সিংহ ও শাহিদ আফ্রিদি। এই দুই প্রাক্তন তারকাই একমত, ক্রিকেটের স্বার্থে ভারত-পাক সিরিজ হওয়া উচিত। আফ্রিদি আবার বলছেন, ভারত-পাক সিরিজ অ্যাশেজকেও ছাপিয়ে যেতে পারে।
যুবরাজ বলেছেন, ‘২০০৪, ২০০৬ ও ২০০৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা আমার মনে আছে। এখন আর বেশি ভারত-পাক ম্যাচ হয় না। কিন্তু এটা আমাদের হাতে নেই। আমরা খেলা ভালবেসে ক্রিকেট খেলি। কোন দলের বিরুদ্ধে খেলব, সেটা আমরা ঠিক করতে পারি না। তবে আমি এটুকু বলতে পারি, আরও বেশি ভারত-পাক ম্যাচ হওয়া উচিত। সেটা খেলার পক্ষে ভাল হবে।’
আফ্রিদির মতে, ‘আমার মনে হয়, ভারত-পাকিস্তান সিরিজ হলে সেটা অ্যাশেজকেও ছাপিয়ে যেত। কিন্তু এই সিরিজ হবে বলে মনে হচ্ছে না। খেলার প্রতি মানুষের ভালবাসা ও ইচ্ছার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজনীতি। দু’দেশকেই কয়েকটি বিষয় ঝেড়ে ফেলে সামনের দিকে তাকাতে হবে। আমাদের আলোচনায় বসে সিরিজ শুরু করতে হবে।’
ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শুরু হোক, একমত যুবরাজ-আফ্রিদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2020 08:15 PM (IST)
আফ্রিদি আবার বলছেন, ভারত-পাক সিরিজ অ্যাশেজকেও ছাপিয়ে যেতে পারে।
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -