২০১৩ ও ২০১৪ মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন স্যামি। তাঁর দাবি, সতীর্থরা তাঁকে ‘কালু’ বলে ডাকতেন। সেই সময় অন্যরা সে কথা শুনে হাসতেন। তিনি সেই সময় এই কথার অর্থ জানতেন না। তাঁর মনে হত, দলের মনোবল বাড়ানোর জন্যই ওই শব্দটি বলা হত। কিন্তু এখন তিনি শব্দটির অর্থ জানতে পেরেছেন। যাঁরা তাঁকে ‘কালু’ বলতেন, তাঁদের ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন স্যামি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অধিনায়ক লিখেছেন, ‘আমি হাসান মিনহাজের কথা শুনছিলেন। তিনি ব্যাখ্যা করছিলেন, কিছু সংস্কৃতিতে কীভাবে কালো মানুষদের বর্ণনা করা হয়। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এটা জানি। তিনি শব্দটির অর্থ ব্যাখ্যা করেন। সেটা শুনে আমি রেগে যাই। ভাল অর্থে শব্দটি ব্যবহার করা হত না। শব্দটি অবমাননাকর। আমি সবসময় দলের ভাল করার কথা ভেবেছি। কোনওদিন দলকে ডুবিয়ে দেওয়ার কথা ভাবিনি। যারা আমাকে সেই শব্দটি বলত, তারা নিজেরা সেটা জানে। তাদের মধ্যে কয়েকজনের কাছে আমার ফোন নম্বর আছে। বাকিদের কাছে ইনস্টাগ্রাম ও ট্যুইটার অ্যাকাউন্ট আছে। এ বিষয়ে আলোচনা হোক। মিনহাজ যেটা বলেছে সেটা যদি সত্যি হয়, তাহলে আমি হতাশ। আমি ক্ষুব্ধ এবং ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। ওরা আমার সঙ্গে কথা বলুক।’