কলকাতা: রয় কৃষ্ণ আর মনবীরের গোলে আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবঙ্গলকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান৷ গ্যালারির গর্জন ছিল না৷ তবুও করোনা আবহে ভারতীয় ফুটবলে রচিত হল নতুন ইতিহাস৷


প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও এদিনের ম্যাচে তিনটি পরিবর্তন করেছিল মোহনবাগান৷ ম্যাচের আট মিনিটেই চমৎকার সুযোগ পেয়েছিলেন অ্যান্থনি পিলিংটন ৷ কিন্তু ভাগ্য সঙ্গ না দেওয়ায় শট নেওয়ার মুহূর্তে পা আটকে যাওয়ায় তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি৷ এরপর প্রবীর দাসের দুরন্ত ক্রসকে প্রতিহত করেন লাল হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদার৷ দেবজিৎ একের পর এক বাগান আক্রমণ প্রতিহত করেন৷ প্রথমার্ধে ইস্টবেঙ্গলের পাসিং ফুটবল চাপে রেখেছিল মোহনবাগানকে৷ কিন্তু তারা রক্ষণ অটুট রাখে৷

খেলার ২২ মিনিটে বাগানের হ্যাভিয়ের ফার্নান্ডেজকে ট্যাকেল করার জন্য রেফারি বলবন্তকে হলুদ কার্ড দেখান৷ ৩৬ মিনিটে হার্নান্ডেজের জোরাল শট অসম্ভব দক্ষতায় আটকে দেন দেবজিৎ৷ প্রথমার্ধ গোলশূন্যই ছিল। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে হাভি হার্নান্ডেজের বাড়ানো বল লাল হলুদ জালে জড়িয়ে দেন রয় কৃষ্ণ৷ এরপর খেলায় ঝাঁঝ ফেরায় ইস্টবেঙ্গল৷ ৮১ মিনিটে অ্যান্থনি পিলিংটনের  শট আটকে দেন অরিন্দম৷ ৮৫ মিনিটে প্রতিআক্রমণ থেকে দলের দ্বিতীয় গোল করেন এটিকে মোহনবাগানের মনবীর।